সালাম ভাইয়া ও আপুরা!
শিখতাসি তো ফ্লাটার।
শিখলাম কেম্নে ডিজাইন করা লাগে, এ পি আই নিয়া খেলা লাগে, গেটেক্স ভাইরে দিয়া কিভাবে স্টেট ম্যানেজমেন্ট করা লাগে।
ফায়ারবেজ টুকিটাকি সাথে গুগল ম্যাপস ও টুকিটাকি পারি।
তা এখন নিজেকে আরো কিভাবে নাড়াচারা দিয়া শক্তপোক্ত বানাইতে পারি এন্ড ইন্টার্ণশিপের জন্য কিভাবে প্রস্তুতি নেওয়া দরকার?
আর চট্টগ্রাম এ থাকি বলে এখানে একটা ইন্টার্ণশীপের পোস্ট তো বাদ্দেন জবের পোস্ট ও দেখি না ফ্লাটারে। এমতাবস্থায় আমার কি রিমোট কোথাও কাজ করলে প্রপার এক্সপেরিয়েন্স পাবো?
Please check this topic: ফ্রেশার ডেভেলপার হিসাবে জব খোঁজার ডেডিকেশন এবং করণীয়।
Riverpod অথবা Bloc যেকোনো একটা শিখেন, GetX বেশিরভাগই ইন্টারন্যাশনাল আর ন্যাশনাল কোম্পানি এড়িয়ে চলে। কারণ এটা ফ্লাটার এর ভিতর আর একটা মাইক্রো ফ্রেমওয়ার্ক, আর এটা নিয়ে অনেক মারামারি আছে।
আর যদি শুধু GetX এ পারদর্শী হোন তাহলে আপনি ফ্লাটার এর অনেক বেশি কন্সেপ্ট মিস করেছেন, বেশিরভাগই এরকম কেস বিগিনার দের ক্ষেত্রে।
ইন্টার্নশিপ ঢাকার রিমোট কোম্পানীতে করতে পারেন। তবে ঢাকায় মুভ করার অপশন থাকলে ওটাই করেন।
Thanks a lot bhaiya. Is there any other major side of flutter that i am missing in the list that i must learn before get into an internship?
এ্যাপ এর আরকিট্যাকচার আর প্লাগিন গুলা কিভাবে কাজ করে এগুলা দেখতে পারেন। ফ্লাটার এর একটা অফিসিয়াল ইউটিউব চ্যানেল আছে ওটা ফলো করে রাখেন, অনেক কিছু শিখতে পারবেন। আর এই রোডম্যাপটা দেখেন, একটু ধারণা পাবেন।
আর মনত রাইক্কো বদ্দা, শিখিবের হনো শেষ নাই
আইচ্চে বদ্দা। শিখনত না থাকিলি ঠ্যালা খ"ন ফরিবু। হেত্তে ঘরত্তুন কইবুদে ঠ্যালা গালিব
যদিও ট্রান্সলেশন ঠিক হয় নাই তাও ভাবার্থ বেশ এমনই।
কিন্তু বদ্দা চিটাং অত তিরিশ বছর ধরি থাকিয়েরেও ভইঙ্গে অক্কলে চিটাইঙ্গে শিখিত ন ফারে এই জিফিতি কডেত্তুন ফারেদ্দে
জিফিতি যদি শিখতু যাই ইতে নিজে ভডর করি ডেডলকত ফরি যাইবু
Why there is any ghuraghuri even in the first place
চ্যাটজিপিটি চিটাগাং এর ভাষা বুঝে আজকে জানলাম , যেখানে গুগল ট্রান্সলেট ফেইল।
@Abd_M_Galib ভাই একটা এ্যাপ বানান চিটাগাং এর ভাষা ট্রান্সলেশন করার জন্য, এটা আপনার ইন্টার্ন/জব পাওয়ার চান্স বাড়ায় দিবে।
নাহ, রিপ্লাই বট বানাতে হবে যাতে চিটাঙ্গা ভাষা অটো ট্রান্সলেট হয়ে যায়।
হ্যা এরপর উত্তর-দক্ষিন চট্টগ্রামে মারা মারি লাগবে। বলবে আই গরগি, ন আই গইজ্জি। মাঝ দিয়ে কক্সবাজার থেকে একদল এসে তেল ঢেলে চলে যাবে। আর সেই তেলে এপ এর মালিক হিসেবে জ্বলে পুড়ে আকাশে উঠে যাবো আমি।
তবে আইডিয়া মন্দ না। ট্রাই করা যাইতেই পারে।
এটা ভুল ট্রান্সলেশন ভাই
আহা জিফিতি রেহ! ইতে ভুংচুং খাবাইদেদ্দে উল্ডাফাল্ডা। আইচ্চে ইতেরে কন এইবে ট্রান্সলেশন গইত্তু - “ওজ্ঞো বুইজ্জে কুইজ্জেত্তুন গইজ্জেই গইজ্জেই দইজ্জেত যাই মাছ গিলের”।
ইয়া তইলি জিফিতির জানাজা কত্তে? চাইরদিন্নে মেজ্জান দিবুনা? কিছু কইয়্যি না ওয়া?
কিছু বুঝিনাই তবে মনিটর দিয়ে খাবারের গন্ধ পেলুম।
প্রথম অবস্থায় আসলে রিমোট করার প্রয়োজন নেই আপাতত ৪-৫ মাস অফিস এ গিয়ে কাজ করেন কষ্ট হবে তবে শিখতে পারবেন অনেক কিছু , নিজে নিজে কাজ করা আর প্রোডাকশন লেভেল এ কাজ করার এক্সপিরিয়ান্স রাতে দিনে তফাৎ! পারলে কিছু দিনের জন্য ঢাকা শিফট হন ইন্টার্নশিপ এর জন্য ।
আর স্টেট ম্যানেজমেন্ট ট্রাই করেন Bloc শিখার জন্য !
ধন্যবাদ ভাই পরামর্শের জন্য। অতিশিঘ্রই শেখা শুরু করে দিবো।