আমি উন্মুক্ত থেকে ইন্টার করতেছি
এরপরে ডিপ্লোমা ইন কম্পিউটার সাইন্স এপ্লিকেশন করবো ইনশাআল্লাহ এর পরে কি তুর্কি বা অন্য কোন দেশে সহজেই যাওয়া যাবে স্টুডেন্ট ভিসায় Bsc করার জন্য? পাশাপাশি আমি php,mysql শিখে এখন কিছু প্রজেক্ট করতেছি,জাযাকাল্লাহ খায়ের।
যে কোন দেশেই যাওয়া যাবে। কিন্তু বাইরের দেশে আসতে হলে আপনার সলিড ইনকাম সোর্স থাকতে হবে অথবা জমানো টাকা থাকতে হবে। পড়াশুনা শেষ করে সে দেশের কর্মক্ষেত্রে প্রবেশ করতে পারবেন তবে পড়াশোনার খরচ চালানোর জন্য আপনার টাকা লাগবে। যদি মনে করেন গিয়েই পার্টটাইম কাজ করে পড়াশোনা করবেন সেটা ভুল হবে। কাজ শিখুন, পাশাপাশি ভালো একটা ইনকাম জেনারেট করুন তারপর সিদ্ধান্ত নিন বাইরে পড়তে আসার।
1 Like