বিদেশে উচ্চশিক্ষায়, সাবজেক্ট নির্বাচন

আমি CSE তে গ্রাজুয়েশন শেষ করেছি। কিন্তু এই সেক্টরে জব করিনি , কাজ করেছি বিজনেস ডেভেলপমেন্ট এ। কয়েক বছর চাকরি করার পর আমি নতুন করে ওয়েব ডেভেলপমেন্ট শেখা শুরু করেছি। বর্তমানে দেশের বাইরে মাস্টার্স করার কথা ভাবছি। এখন কোন বিষয়ে মাস্টার্স করা ভালো হবে, সে ব্যাপারে কেউ কি কোণ গাইডলাইন দিতে পারবেন? ভবিষ্যতে AI এর প্রভাব কম পড়বে এমন কোণ সেক্টর বা অদুর ভবিষ্যতে যে বিষয় গুলতে জব চাহিদা থাকবে বা বাড়বে । সামগ্রিক দিক বিবেচনা করে কেউ যদি কোন সাজেশন দিতেন।

1 Like

কম্পিউটার সাইন্সের যে কোন সাবজেক্ট নিতে পারেন ভাই। তবে আপনার পছন্দের কাছাকাছি নেবার চেষ্টা করবেন। এতে করে এক কাজে দুই ফায়দা পাবেন। একাডেমিক দিকে ভালো করতে পারবেন আবার আপনার আগ্রহের জিনিসটাতেও সময় দিতে পারবেন। আমি ব্লকচেইনে পিএইচডি শুরু করেছিলাম। যদিও শেষ করতে পারিনি কোম্পানীর কাজের চাপে, কিন্তু ২ বছরে যা শিখেছি সেটা দিয়ে কোম্পানীতে অনেক উপরে উঠে গিয়েছি। একেবারে সিটিও হয়ে গেছি আলহামদুলিল্লাহ। প্যাশনকে গুরুত্ব দিয়ে লার্নিং চালিয়ে যান।

3 Likes

অনেক অনেক ধন্যবাদ ভাই, আপনার জন্য শুভকামনা ।