বর্তমানে কি কি এআই টুল ব্যবহার করছেন?

আমি আমার কাজের জন্য যেসব এআই ব্যবহার করছি

১। কোপাইলট + পিএইচপিস্ট্রম: যেহেতু কোডিং এর জন্য পিএইচপিস্ট্রম ব্যবহার করি সেহেতু কো-পাইলট ব্যবহার করি। যদিও জেটব্রেইনস এর নিজেদের এআই টুল আছে, কিন্তু আমার কো-পাইলটই ভালো লাগে।
২। claude.ai: ইদানিং claude ব্যবহার করছি। এটা কোড করার জন্য ভালই সাজেশন দেয়।
৩। চ্যাট-জিপিটি: ফ্রি ভার্সণ ব্যবহার করি, এতেই চলে যায়।
৪। ইমেজ জেনারেট করার জন্য cgdream.ai ব্যবহার করি। ফ্রিতে অনেক কিছুই জেনারেট করা যায়।

আপনি কোনগুলা ব্যবহার করছেন?

73 Likes

আমি gemini ব্যবহার করি

2 Likes
  1. ChatGPT
  2. Claude
  3. elevenlabs
  4. playground
  5. ideogram
8 Likes

Gemini আমার কাছে তেমন ভালো লাগে না। হুদাই আজাইরা ইনফরমেশন দেয় মনে হয়।

16 Likes
  • Github Copilot
  • ChatGPT
3 Likes
  1. Claude (good for coding)
  2. ChatGPT (good for general stuff)
2 Likes

১। চ্যাট-জিপিটি ফ্রি ভার্সন ব্যবহার করছি, তবে ফ্রি বেশ ঝামেলার ও মোকাবিলা হচ্ছি।
২। ইমেজ জেনারেটের প্রয়োজন হয় মাঝে মাঝে, যেহেতু ক্যানভা প্রিমিয়াম নেয়া আছে “Magic Studio” তে মোটামুটি কাজ চলে।

2 Likes

I am using :

1 Like

আমি শুধু মাত্র Chat-GPT Plus ব্যবহার করি। এই একটা টুল আমার ইনকাম ৩০০% বৃদ্ধিতে সহায়তা করেছে। আলহামদুলিল্লাহ

5 Likes

আমি Chat-GPT ফ্রি ভার্সন ইউস করি। কোডিং এর জন্য দুই একটা ইউস শুরু করেছিলাম। এখন আপাতত তেমন কিছু ইউস করছি না। জুনিয়র হিসেবে ডিরেক্ট কোড না নিয়ে চ্যাট জিপিটির সাথে ডিসকাস করে সলিউশন বের করার ট্রাই করি। ভালোই হেল্প পাই।

1 Like

মোস্টলি ChatGPT, Copilot মূলত কোড এসিস্ট পারপাস এ ব্যবহার করি।

1 Like

টিউটোরিয়াল আর কোডিং এক্সপ্লানেশনের জন্য চ্যাটজিপিটি আর গ্রাফিক্সের জন্য ক্যানভা প্রো

1 Like

I’m using:

  1. GitHub Copilot + JetBrains IDEs (PHPStorm, PyCharm, DataGrip, GoLand)
  2. ChatGPT Plus

Codeium অনেক দিন ব্যবহার করেছি। আমার কাছে Copilot বেটার লাগে।

ChatGPT Plus এর সবচেয়ে মজার বিষয় হলো, কোড বা প্রজেক্ট স্ট্রাকচারের স্ক্রিনশট নিয়ে, সেই স্ক্রিনশটে অ্যারো দিয়ে মার্ক করে question লিখি। ঝটপট উত্তর দেয়। এতে অনেক সময় বেঁচে যাচ্ছে, আলহামদুলিল্লাহ।

1 Like

I am using PHPStorm with Cody. Previously, I was using Github Copilot. I have switched to Cody because they provide multiple models, including ChatGPT and Claude. Cody is probably better in context awareness. I also occasionally use the free versions of ChatGPT, Gemini, and Microsoft Copilot to compare different ideas.

1 Like

ChatGPT প্রচুর ব্যবহার করছি, কোডিং পড়াশুনার ক্ষেত্রের ChatGPT বেশ ভালো হেল্প করছে

3 Likes
  1. Github Co-pilot
  2. Chatgpt(Free Version)

কো-পাইলট কোড লেখার সময় অনেক বাচাচ্ছে।

1 Like

Chat GPT
And Mid journey

2 Likes

আমি বর্তমানে chatgtp ফ্রী ভার্সন ও Sider: ChatGPT Sidebar ক্রম এক্সটেনশন ব্যবহার করছি।

1 Like

I use https://www.typingmind.com/

2 Likes

Chat GPT free version.

1 Like