বর্তমানে কি কি এআই টুল ব্যবহার করছেন?

চ্যাটজিপিটি প্রায় বাদ‌ই দিয়ে দিয়েছি। আমার জন্য ক্লড আর জেমিনি পারফেক্ট। জেমিনি দিন দিন আরো বেটার হচ্ছে। মাঝে মাঝে ক্লডের চেয়েও ভাল আউটপুট দেয়।

3 Likes

আমি যেভাবে AI ইউজ করিঃ

  • Github Copilot
    এর মাধ্যমে আমি আমার অনেক কাজ দ্রুত করতে পারি, যেহেতু আমি একজন FullStack ডেভেলপার তাই আমাকে অনেক সময় স্ট্যাটিক ডাটা নিয়ে কাজ করতে হয়। আমি সেসব ড্রাফট ডাটা যখন এনে কমেন্ট আউট করি AI আমার কোড চেঞ্জ ডিটেক্ট করে এবং অনেকটা আমার মাইন্ড রিড করার মত করে আমাকে প্রায় ৯০% সঠিক কোড জেনারেট করে দেয়। উদাহরণ দিতে পারব আরো অনেক।

  • ChatGPT:
    আমি ততক্ষণ ইউজ করি যতক্ষণ আমার ফ্রি 4.0 এর লিমিট শেষ না হয়, বিশেষ করে যখন আমার ইমেজ রিড করতে হয়। আমি সাধারণত বড় কোড ফাইল থাকলে তা ড্রাফট করে ইনফরমেশন হাইড করে প্রম্পট ইউজ করি। আমার Expectation টা ক্লিয়ার করি, আমি এই কোড থেকে কি বুঝেছি তা শেয়ার করি, অনেক সময় আমি দেখি ও বুঝতে পারছে না, তখন আমার আন্ডারস্ট্যান্ডিং টা অনেক কাজে দেয়।

  • Claude:
    ব্যাবহার খুব কম করি হয়ত করলেও একটা প্রম্পট যেহেতু ফ্রি ভার্সন ইউজ করি, তাই অনেক পেরা দেয়।

  • BlackBox AI:
    যখন ChatGPT ভাল কাজ করেনা তখন ইউজ করি, এটা আমার কাছে অনেকটা ChatGPT এর অলটারনেটিভ।

2 Likes

I am using ChatGpt and Codeium free versions.

1 Like

chatgpt
perplexity ai (eta unique karon web reference dei, sorry for banglish)
claude.

2 Likes

আমি Claude আর Cursor ইউস করি

2 Likes

ঠিক বলছেন ভাই, পুরা পাগল না হইলেও আধা পাগল মনে হয় :smile:

Chat GPT Plus এর পাশাপাশি শখের বসে আজকে থেকে Runwayml ব্যবহার করতেছি ভিডিও জেনারেশন এর জন্য। আসলেই খুব ইন্টারেষ্টিং একটা টুল।

2 Likes

Vai kichu idea den. Kon sector e use korchen?

1 Like

CoPilot, ChatGPT, v0, Ideogram
(All Paid)

2 Likes

চ্যাটজিপিটি শেয়ার্ড চালাচ্ছি আপাতত

1 Like

কথা সত্য, সুশীল টাইপের কথাবার্তা বলে। ওপেন এআই তারচেয়ে অনেক ভালো।

1 Like
  • Voilà
  • Chatgpt
  • Gemini
1 Like
  1. ChatGPT
  2. Claude
  3. Codeium ( VS Code Extension )
  4. BlackBox
2 Likes

ChatGPT Plus. Very good for general purpose.

1 Like

ChatGPT free version.

2 Likes
  1. wp.chat
  2. Codeium
  3. ChatGpt
  4. Claude
2 Likes

Chatgpt
Midjourney
Ideogram :slight_smile:

3 Likes
  1. Github Copilot
  2. ChatGPT (Premium)
2 Likes
  1. ChatGPT
  2. Claude
  3. Codeium
1 Like

আমি গ্রাফিক্স সেক্টরে কাজ করি। সেক্ষত্রে গ্রাফিক্স টুল হিসেবে এআই কে ব্যবহার করি। ইমেজ জেনারেট করার জন্য Mid journey, Leonardo. ভেক্টর জেনারেট করার জন্য Recraft. তথ্যের জন্য Chatgpt. এছাড়াও bing copilot, upscale, dall-e সহ আরো অনেকগুলো এআই ইউজ করি

1 Like