YouTube এ Skill Related Video বানাতে চাচ্ছেন?

Don’t start with

  • What is HTML
  • What is Graphic Design
  • What is Freelancing
  • What is Programming
    আমাদের অনেক অনেক Basic Level এর ভিডিও আছে❗

:brain: অন্য কারো Basic Video Playlist কে Base ধরে,
তারপর আপনি Intermediate or Advance ভিডিও বানান।

প্রথম ভিডিওতে বলে দেন, আমার এই Playlist দেখতে হলে এই এই জিনিস গুলো জেনে আসতে হবে।
আর জানার জন্য চাইলে অমুক ভাই এর ভিডিও Playlist টা দেখে নিতে পারেন
(:link: Link Description এ)।

কারণ, শুরুতে যখন ভিডিও বানাচ্ছেন,

  • Basic Video অনেক আছে
  • Viewer কম হলে আপনিও বাকিদের মত হতাশ হয়ে ছেড়ে দিবেন
  • Advance Video Paid কোর্স ছাড়া খুব কম।
  • যার কারণে Advance Video এর Demand আছে
  • Basic ভিডিও বানানো টা Boring আর Tiring
  • কারণ এখন আপনার কাজে কোনটা কাকে বলে এগুলো লাগে না
  • তাই আপনাকে Extra Effort দিয়ে সব Zero Setup এ নিতে হয়
  • যেই Friction এর জন্যই কয়েকটা Video বানিয়ে হাপিয়ে যাবেন
  • এজন্যই সব Playlist শুরু হয়ে 20-30 টা ভিডিওর পর থেমে যায়।
  • New Advance ভিডিও এর Audience আছে, Content নাই
    এছাড়া Paid কোর্স যারা বানায়, তারা একটানা Record করে, তাই অনেক কিছু চাইলেও In-detail যেতে পারে না।

:brain: যেই Gap টা আপনি Fulfill করতে পারেন।

YouTube এ যারা ভিডিও দেই, তারা Free Time এ যখন mood থাকে তখন করি।
তাই Video Quality আর Content দুইটাই অনেক ভালো হয়।
(যা পেইড কোর্স এ হয় না)

একটু Differently Start করেন :supervillain:
Advance Complete করতে গিয়ে দেখবেন

:radio_button: বাকিদের Basic Video তে কিছু Information Lacking আছে
:radio_button: চাইলে সেগুলো নিয়ে আবার Basic Playlist বানাতে পারেন।

:facepunch: আমি সাজেস্ট করি, যে যতটুকই পারেন, যা ই পারেন, Tutorial বানান। এতে –

  • আপনার Communication Skill বাড়বে
  • উচ্চারণ শুদ্ধ আর Clear হবে
  • কথার জড়তা কাটবে
  • কথা বলায় Expression আর Emphasis আসবে
  • নতুন অনেক কিছু ঘাটা হবে, মানুষকে জানানোর জন্য
  • যা নিজে Experience থেকে এমনেই করে ফেলেন
  • তাই Strategically কেন করে, Rediscover করতে পারবেন
  • নিজের একটা Audience থাকা অনেক Motivation দিবে কাজে
  • মানুষকে Help করতে পারলে তারা মন থেকে দোয়া করবে
  • এই দোয়া অনেক Powerful, যা Career এ Boost দিবে।
  • দিন শেষে মনে হবে, You’re SOMEONE Making IMPACT :superhero:

কেউ কখনো পুরোপুরি Experienced হয়ে শুরু করতে পারে না।

Guru হিসেবে শুরু করার চিন্তা বার দেন❗
:no_entry_sign: Imposter Syndrome এর জন্য শুরুই করা হবে না

  • Learner হিসেবে শুরু করে দেন
  • নিজে যা শিখছেন, যা খেয়াল করছেন সেটাই শেয়ার করেন
  • মানুষ Experience শুনতে পছন্দ করে
  • আরেকজনকে নতুন Experiment করতে দেখতে পছন্দ করে
  • Mentor কি ভুল করেছে, সেটা কিভাবে Solve করেছে,
  • সেটাই জানতে পছন্দ করে।

হ্যা, যতটুকই জানেন, আপনি 100% Ready, শুরু করে দেন⚡

6 Likes