ওয়ার্ডক্যাম্প ইউএস এবং WP Engine এর সাথে ম্যাটের মারামারি

ঘটনার সূত্রপাত WordCamp US 2024 – Portland, Oregon, September 17-20, 2024 এর ম্যাটের স্পিচ থেকে। এই স্পিচে সে ওয়ার্ডপ্রেসের জনপ্রিয় হোস্টিং কোম্পানী WP Engine কে ধুয়ে দিয়েছে। সে প্রথমে WP Engine কে ওয়ার্ডপ্রেসের জন্য ক্যান্সার বলে কটাক্ষ করে। এখানেই শেষ না সে তুলে ধরে ওয়ার্ডপ্রেস থেকে ৫০০ মিলিয়ন ডলার ইনকাম করলেও মাত্র ২৩ ঘন্টা কন্ট্রিবিউট করেছে।

অপরদিকে অটোমেটিক প্রায় ৪০০০ ঘন্টা কন্ট্রিবিউট করেছে। এদিকে দেখা যায় অন্য হোস্টিং কোম্পানীগুলাও তেমন কন্ট্রিবিউট করেনাই। কিন্তু ম্যাট কেন WP Engine কে টার্গেট করেছে? কারন WP Engine গত জানুয়ারীতেই ২৫০ মিলিয়ন ইনভেস্টমেন্ট পেয়েছে, প্রতি বছরে প্রায় ১০০ মিলিয়ন প্রফিট করছে। ম্যাটের কোম্পানী অটোমেটিক ওয়ার্ডপ্রেস.কম দিয়েও হোস্টিং সেল করে। কিন্তু তাদের প্রফিট এত না।

স্পিচ দেওয়া পর্যন্তই না, ম্যাট তার স্পিচ দেওয়ার পর WP Engine is not WordPress শিরোনামে গত ২১ সেপ্টেম্বর ওয়ার্ডপ্রেস.অর্গের অফিসিয়াল সাইটে WP Engine নিয়ে একটা বুলেটিন প্রকাশ করে। যেখানে সে এটা নিয়ে বিস্তারিত লেখে এবং আরও লেখে যে WP Engine অনৈতিকভাবে ওয়ার্ডপ্রেসের রিভিশন ফিচারটা বন্ধ করে রেখেছে।

ম্যাটের কোম্পানী ওয়ার্ডপ্রেস.কম হোস্টিংএও কিন্তু হাজারোটা এরকম রেস্ট্রিকশন দিয়ে রেখেছে। প্লাগিন ইনস্টল করা যায় না, ক্রনজবে সমস্যা করে, ব্যকআপের বা ক্যাশ ইচ্ছামত কনফিগার করা যায় না। মানে সে নিজে এই ধরনের হাজারোটা রেস্ট্রিকশন করবে কিন্তু অন্য কেউ করলেই তার সমস্যা। আচ্ছা, সমস্যা হতেই পারে, কিন্তু তাই বলে নিজের কনসার্নকে সে অফিসিয়াল সাইটে বুলেটিন আকারে প্রকাশ করে সাবস্ক্রাইবারের কাছে পাঠিয়ে দেবে? এটা কি ধরনের কথা? ওয়ার্ডপ্রেস কমিউনিটি ড্রিভেন জিনিস, নিজের খেয়াল খুঁশিমত এসব করার জিনিস না।

যাই হোক, উৎসাহী পাবলিক আবার ম্যাটের পদত্যাগ চেয়ে রেডিটে পোস্ট করেছে। সেখানে ম্যাটকে ধুয়ে দিচ্ছে। আপসোস ওদের শাহবাগ নাই। থাকলে ম্যাট বুঝতো ঠেলা কারে কয়। :wink:

22 Likes

I wish if WPE could say this to Matt “পোষ্ট ডিলিট করেন, সমস্যা হবে!”

6 Likes

WP Engine বলে লিগ্যাল অ্যাকশনে যাচ্ছে। আল্লাহই জানে কি হবে WordPress এর।

1 Like

WordCamp US took $75,000 from WP Engine to be a sponsor at WordCamp…

1 Like

আফসোস ওদের শাহবাগ নাই।

পোষ্ট ডিলিট করেন, সমস্যা হবে :roll_eyes:

2 Likes

WP Engine পুরো ঘটনা এখানে তুলে ধরেছে, ইভেন ম্যাট এর টেক্সট স্ক্রিনশট সহ https://wpengine.com/wp-content/uploads/2024/09/Cease-and-Desist-Letter-to-Automattic-and-Request-to-Preserve-Documents-Sent.pdf

হা হা রিয়াক্ট দেয়ার ব্যবস্থা করেন। এসব পোস্টে লাভ রিয়েক্ট দিয়ে মন ভরে না। :smiley:

5 Likes

সামনে হয়ত ইউটিউব থাম্বনাইলে থাকবে “ Wordpress dead in 2025 ? “ :sweat_smile:

1 Like

:rofl:
PHP ও নাই Wordpress ও নাই সব মরে ভুত হয়ে যাবে