একজন WordPress ডেভেলপার হতে কি কি স্টেপে আগানো উচিৎ?

Wordpress নিয়ে @rasel ভাই সবসময় গাইড দিয়ে থাকে বিভিন্ন কমিউনিটির মাধ্যমে। যারা নতুন Wordpress ডেভেলপমেন্ট শিখতে চায়, তাদের কি স্টেপ ফলো করা উচিৎ? এখানে অনেক সিনিয়ার ভাই ব্রাদার আছেন। আশা করি ভাল পরামর্শ দিবেন। আর ভাল যদি সাজেস্টেড পেইড কোর্স এর রিসোর্স থাকে জানাবেন।

আমি নিজে একজন ডিজিটাল মার্কেটার , স্যোসাল মিডিয়া ম্যানেজমেন্ট এর প্রজেক্ট দিয়ে Fiverr এ পথ চলা শুরু প্রায় ৫ বছর আগে। এখন টুকটাক Wordpress রিলেটেড প্রজেক্ট আসে, ব্যাসিক জিনিস পত্র জানি, Advance শেখার জন্য গাইডলাইন দরকার।

Closing this topic.