Wordpress || javascript

আসসালামু আলাইকুম। আমার জার্নিটা ইকটু বলি।

আমি html, css (tailwind + bootstrap), JS (ES6) & React এর বেসিক পর্যন্ত গিয়েছিলাম বেশ কয়েক মাস আগে। এরপর বিভিন্ন কারণে গ্যাপ হয়ে গিয়েছে।

গ্যাপ হওয়ার সময় আমি “ওয়ার্ডপ্রেস সাইট” এবং “কোড করে বানানো ওয়েবসাইট”~ এর পার্থক্য বোঝার চেষ্টা করতাম। বিভিন্ন জায়গায় জিজ্ঞেস করলেও সমাধান সেভাবে পেতাম না (সেরকম এক্সপার্ট পরিচিত ছিলো না)

এরপর একদিন হুট করে ওয়ার্ডপ্রেসের কিছু ভিডিও দেখি। দেখত দেখতে ভালো লেগে যায়। এখন ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করছি। Elementor এ কাজ করতে ভালোই লাগে। মাঝেমধ্যে custom css লিখে নরমাল ওয়ার্ডপ্রেস সাইটকে হাল্কা শেইপ দেওয়ার চেষ্টা করি। বর্তমানে ৫+ ওয়ার্ডপ্রেস সাইট লাইভ আছে (এলিমেন্টর দিয়ে বানানো এবং মোটামোটি মানের)।

এখন আমার প্রশ্ন হচ্ছে,

১। আমি কি ওয়ার্ডপ্রেসে ভালোমতো ফোকাস করবো নাকি আবার সেই আগের লাইনে চলে যাবো?

২। ওয়ার্ডপ্রসের নেক্সট রোডম্যাপ কীভাবে তৈরি করবো?

এটি জিজ্ঞেস করার কারণ হলো: একদিকে জাভাস্ক্রিপ্ট এবং অন্যদিকে পিএইচপি। এই দুটোই কি জানতে হবে? মানে বিষয়টি নিয়ে বেশ কনফিউজড!

3 Likes

javascript e jehetu motamoti egiyechen agei and ekhon jodi wordpress e apni focused hoye thaken tahole ami suggest korbo PHP basic theke ekdom OOP concept sesh koren tarpor apni wordpress theme developemnt sikhe felen and tarpor plugin development sikhe felben, ei roadmap ta chaile follow korte paren.

1 Like

থিম এবং প্লাগ-ইন ডেভেলপমেন্ট নিয়ে ভেবেছিলাম। কিন্তু কোনটি আগে এবং কোনটি পরে সেটি বুঝতে পারছিলাম না। পরামর্শ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ ভাইয়্যা। এটি মেনে চলার চেষ্টা করবো।

1 Like

theme developement ta age korte hobe karon eta apnake puro wordpress environment somporke familier kore tulbe then plugin development

1 Like

ভালো কোনো ইউটিউব চ্যানেল সাজেস্ট করলে আরও উপকৃত হতাম ভাই।

Laracasts er ei tutorial theke PHP sikhte paren

1 Like

অনেক ধন্যবাদ ভাইয়্যা।

tachara @rasel bhai er nijer ekta website ache https://shikhun.net ekhaneo apni sikhte parben for free, do visit

1 Like

Thanks a lot for your valuable time.

1 Like

@Kh_Tanvir পিএইচপি শিখবার জন্য আমার একটি বাংলা চ্যানেল আছে। দেখতে পারেন।

2 Likes

পিএইচপি শেখার জন্য বেশ সমৃদ্ধ:

2 Likes

জাযাকাল্লাহু খাইরান।

অনেক ধন্যবাদ ভাই। ওয়েবসাইটি খুবই সুন্দর। চেষ্টা করবো শেখার।

ভাই আপনি চাইলে Bricks Builder, Breakdance Builder বা GenerateBlocks অথবা WebFlow একটু দেখতে পারেন

1 Like

Specially Bricks | Droip | Cwicly | EtchWP বা WebFlow এর class first workflow কোডিং এর মতোই ফিল দেয় । Even CSS framework ও আছে WP এর জন্য ACSS | Core Framework | আপনি চাইলে Tailwind ও use করতে পারবেন Bricks | Cwicly তে
বাঙালি Elementor ছাড়া আর কিছু চিনে না এটাই সমস্যা

4 Likes

নামগুলো বলার জন্য অনেক ধন্যবাদ। গুগল করে এগুলোর মিনিং বের করার চেষ্টা করবো ইন-শা-আল্লাহ।

ভাই কেমন আছেন? আপনার সাথে কিভাবে যোগাযোগ করতে পারি ? আপনার নাম্বার দেওয়া যাবে ?

আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। আমি খুবই স্যরি, রিপ্লাই দিতে দেরি হয়ে গেলো!

আমি এখনও শিখছি ভাই। আমার তেমন অভিজ্ঞতা নেই। কীভাবে আপনাকে সাহায্য করতে পারি?

1 Like