WordPress File Upload Limit বাড়ানোর ৪টি tested উপায় (40MB Fix)

WordPress-এ যদি ফন্ট বা অন্য কোনো ফাইল আপলোড করতে গিয়ে “upload limit exceeded” বা “file exceeds maximum upload size” এরর দেখায়, তাহলে আপনাকে upload size limit বাড়াতে হবে।

আমাদের অনেক সময় লাইভ সার্ভার থেকে ফাইল ডাউনলোড করে লোকাল সার্ভারে ইনপুট করতে হয়। লোকাল সার্ভার থেকে লাইভ সার্ভারে ইনপুট করতে হয়। ইনপুট করার সময় আমাদের ফাইল আপলোড ফেল দেখায় কারণ ফাইল আপলোড লিমিট করা ৪০ এম বি। এ সমস্যা আমরা অনেকেই ফেস করি। চলুন আমরা এ সমস্যার সমাধান কিভাবে করব এক এক করে দেখতে থাকি।

১: php.ini ফাইল দিয়ে (যদি access থাকে) .
২: .htaccess ফাইল এডিট করে (Apache Server হলে) .
৩: wp-config.php ফাইল এডিট করে।
৪: Hosting Provider এর সাথে যোগাযোগ করে।

১. php.ini ফাইলে পরিবর্তন (সার্ভারে অ্যাক্সেস থাকলে)
upload_max_filesize = 64M
post_max_size = 64M
max_execution_time = 300

ফাইলের লোকেশন cPanel > File Manager > public_html > php.ini (বা root directory)

৩. .htaccess ফাইলে যুক্ত করুন (Apache server হলে)

php_value upload_max_filesize 64M
php_value post_max_size 64M
php_value max_execution_time 300
php_value max_input_time 300

ফাইলের লোকেশন public_html/.htaccess

৩. wp-config.php তে কোড যুক্ত করুন

@ini_set( ‘upload_max_size’ , ‘64M’ );
@ini_set( ‘post_max_size’, ‘64M’);
@ini_set( ‘max_execution_time’, ‘300’ );

wp-config.php ফাইলের ভিতর ঢুকে নিচে দিয়ে দিবেন

এই পদ্ধতি গুলোর মধ্যে যেকোনো একটি ফলো করতে পারেন।
সার্ভার অ্যাক্সেস না থাকলে Plugin ব্যবহার পারেন।

প্রয়োজন অনুযায়ী আপলোড সাইজ নিতে পারেন।
linkedin: https://www.linkedin.com/in/md-iimran-hhossain/

1 Like