Web Animation and Data Visualization গ্রুপ স্টাডি করে শেখার জন্য ( অবশ্যই ফ্রি ) আমি একটা ফেসবুক গ্রুপ ক্রিয়েট করেছি। এখানের উদ্দেশ্য হচ্ছে আমরা এই রিলেটেড বিভিন্ন টপিক পর্যায়ক্রমে একসাথে শেখা, প্রশ্ন করা, উত্তর দেয়া, মাঝে মাঝে অনলাইন মিটিং করা। আগ্রহীরা জয়েন করতে পারেন।
৩/৪ দিন আগে আমি নিচের ফ্রি কোর্স এর #gsap3Express কোর্সের Getting Started ও Tweening Basics চ্যাপ্টার থেকে কিছু লেসন শেষ করেছি ( ভিডিও দেখা + codepen এ কোড লেখা )।
https://www.creativecodingclub.com/courses/FreeGSAP3Express
প্রায় প্রতি লেসনেই ভিডিওর পাশাপাশি লিখিত আকারেও বর্ণনা করা আছে।
কালকে আমার শেখা কিছু বিষয় ও কিওয়ার্ড হচ্ছে :gsap.to, gsap.from, gsap.fromTo
selector, vars object, special properties, tweens, timelines ইত্যাদি।