ভিপিএসের জন্য আপনারা কে কোন কন্ট্রোল প্যানেল ব্যবহার করেন? এবং কেনো?
আমি aaPanel ব্যবহার করতাম ফ্রি হিসাবে এবং সিপ্যানেল পেইড। পরে aaPanel এর bug as a feature কান্ডকারখানা দেখে আর কোনো ফ্রি প্যানেলকেই ভালো লাগছেনা। তবে পরে ক্লাউড প্যানেল আর হেস্টিয়া সিপি ব্যবহার করেছি।
আমি আসলে লারাভেল ফোর্জ ছাড়া অন্যগুলা ব্যবহার করে আরাম পাইনি। নতুন মার্কেটে আসা ডাব্লুপি ডেভেলপার ও উইডেভস এর সলুশনও ব্যবহার করে দেখেছি, সেখানেও নানারকম সমস্যা। অপরদিকে সাইটগ্রাউন্ড ব্যবহার করে খুবই মজা পেয়েছি। ওদের সিকিউরিটি আর ক্যাশিংও দারুণ। আর লারাভেল এর জন্য লারাভেল ফোর্জ ব্যবহার করেছি, সেটাও দারুণ।
ক্লাউডওয়েস ব্যবহার করেছি, কিন্তু তাদেরও সমস্যা নানারকম। আমি এই সপ্তাহেই একটা সার্ভার মাইগ্রেট করে সাইটগ্রাউন্ডে নিয়ে আসলাম। সাইটগ্রাউন্ডে দাম একটু বেশি, কিন্তু রিলায়েবল সার্ভিস পাওয়া যায়।