আসসালামু আলাইকুম,
আমি ওয়ার্ডপ্রেস দিয়ে একটা ওয়েবসাইট বানাতে চাই, আমাদের একটা গ্রুপ/সমিতি আছে, যেখানে ৮০০+ মেম্বার রয়েছে।
ফিচারঃ
১. প্রত্যেক ইউজার নিজেদের একাউন্ট করতে পারবে।
২. একটা প্রোফাইল পেইজ থাকবে
৩. ***** প্রত্যেক মেম্বার প্রতি মাসে ওয়েবসাইট দিয়ে মাসিক চাদা পরিশোধ করতে পারবে। ইউজার কত মাস ধরে চাদা দিয়েছে তার প্রোফাইলে শো করবে। এবং কোন মাস চাদা মিস করলে তার ফোনে নটিফিকেশন যাবে।
৪. ইউজারের ডিটেলস (নাম, ঠিকানা, পদবী )সব কিছু মাসিক চাদা প্রদানের সময় এন্ট্রি দিতে হবে।
কি ভাবে এই ওয়েবসাইট বানাতে পারি সাহায্য চাচ্ছি।
প্লিজ রিকমেন্ড প্লাগিন।
ধন্যবাদ