আমি মোকাদ্দেস আমি । বর্তমানে আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পপুলেশন সায়েন্স এন্ড হিউমান রিসোর্সে ডেভেলপমেন্ট বিভাগের মাস্টার্স পড়তেছি । আমি ২০২৩ থেকে ওয়েবডেভেলপমেন্ট শেখার জন্য ট্রাই করতেছি । অনেক কষ্টে টাকা জমিয়ে ল্যাপটপ কিনি ২০২৩। টাকার জন্য কোনো কোর্স কিনতে পারি না । পরে ৫৫০০ টাকা দিয়ে ফেইসবুক অ্যাড দেখে থেমেজোন একাডেমী তে ভর্তি হই (রিয়াক্ট এন্ড লারাভেল কোর্সে ) । ওনারা ১ বছর সময় কাটিয়ে তেমন কিছু শেখাতে পারে নাই । খালি ফাঁকি আর ঠকবাজি করে এলোমেলো ভাবে কোর্স শেষ করে । সময় চলে গেলো তবুও ভালো কিছু শেখা হলোনা । হতাশায় পরে গেলাম । অনেক youtube ঘাটাঘাটি করে ৪ টা বেসিক লারাভেল প্রজেক্ট শিখলাম । এখন আমি লারাভেল এর ইন্টারমেডিয়েট এন্ড অ্যাডভান্স শেখার জন্য কিছু প্রিমিয়াম কোর্স এর এক্সেস এর জন্য সাহায্য চাচ্ছি । কেউ যদি হেল্প করতে পারেন তাহলে জানাবেন । আপনার সকল শর্ত মানতে রাজি আছি ।
দয়া করে সবাই পসিটিভ ভাবে বিষয় টা দেখবেন ।
বিঃদঃ আমি ২০১৩ সাল থেকে এখন পর্যন্ত প্রাইভেট পড়িয়ে নিজের পড়ালেখা চালিয়ে যাচ্ছি ।
ধন্যনাদ আমার পোস্ট টা পড়ার জন্য ।
মোকাদ্দেস আলী
ভুল ভান্তি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ।