ওয়েবসাইট ডিজাইন করার সময় নিয়মগুলো অনুসরণ করার চেষ্টা করবেন :

একটি ওয়েবসাইট ডিজাইন করার সময় নিয়মগুলো অনুসরণ করার চেষ্টা করবেন :

ফাইল নাম: এইচটিএমএল বা সিএসএস বা জাভাস্ক্রিপ্ট ফাইলের নাম সুন্দর ও সহজ করে দিবেন। যেমন ‘index.html, contact.html, style.css, main.js. jquery.min.js’ ইত্যাদি এবং নাম সব ছোট হাতের লিখবেন।

ফাইল ফোল্ডার: যেকোনো প্রোজেক্ট করার সময় ফাইলগুলো ফোল্ডার আকারে ভাগ করবেন। যেমন সিএসএসের সব ফাইল ‘css’ ফোল্ডার, জাভাস্ক্রিপ্টের সব ফাইল ‘js’ ফোল্ডার, সব ‘image’ রাখবেন ‘img/images’ ফোল্ডারে . এভাবে রাখলে যেকারো জন্য বুজতে সুবিদা হয়।

এইচটিএমএল ফাইলে আমাদের css ও js কোড লিঙ্ক করতে হয়। প্রোজেক্ট যখন বড় হবে তখন বিভিন্ন ফাইল আপনাকে লিঙ্ক করতে হবে। তাই সুন্দর করে কমেন্ট করে রাখবনে। যেমন

এছাড়া এইচটিএমএল কোডে বিভিন্ন পার্ট শুরু ও শেষে কমেন্ট করবেন। তাহলে কোড বুঝা আরও সহজ হবে।

কোডের এলাইনমেন্ট ঠিক রাখবেন আর অতিরিক্ত স্পেস বা জায়গা দিবেন না।
আমাদের প্রচুর ক্লাস ব্যাবহার করতে হয়। ক্লাসের নাম এমনভাবে দিবেন যাতে সহজে বুঝা যায়। যে পার্ট করবেন ওই পার্টের সাথে মিল রেখে ক্লাস নাম দিবেন। যেমন আপনি যদি ‘Service’ নিয়ে কাজ করেন তাহলে সব ক্লাসের নামের সাথে যাতে ‘Service’ লেখা থাকে সেদিকে খেয়াল রাখবেন।

ইমেজ ব্যাবহারে সতর্ক থাকতে হবে। যেগুলা আপনার ডিজাইন এর সাথে মিলে সেসব ছবি ব্যাবহার করবেন। আর ছোট সাইযের ছবি ব্যাবহার করবেন। এই ব্যাপারে বিস্তারিত আমি ‘পিএসডি’ অংশে আলোচনা করবো।

আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। বিষয়টা লজ্জার দয়া করে বানান ভুল করবেন না। এটা খুবি বিরক্তিকর। যেমন অনেকে ক্লাসের নাম ‘Service’ না লিখে লিখে ‘Surbis/Sarvis’! পরীক্ষার খাতায় আপনি যদি বানান ভুল করেন তাহলে মার্ক পাবেন?

আর সবশেষে বলবো প্রচুর ডিজাইন দেখুন। যত দেখবেন তত আপনার আইদিয়া বের করার ক্ষমতা বাড়বে।

আপাতত এই পয়েন্টগুলো মনে হচ্ছে।

1 Like