আসসালামু আলাইকুম,
প্রোগ্রামিংয়ে বিভিন্ন প্রতীক বা চিহ্নের ব্যবহার অপরিহার্য।
আমরা যারা প্রোগ্রামিং জগতে নতুন,তারা অনেকে না জানার কারনে কোন প্রব্লেমে পরলে বা কোন টিউটোরিয়াল দেখলে বুঝতে পারিনা,বুঝার সুবিধার্থে নিচে দেয়া হলো ব্যবহৃত কিছু চিহ্নের নাম।
নিচে উল্লেখিত প্রতীকগুলো এবং তাদের নাম দেওয়া হলো:
কোলন: :
সেমিক্লোন: ;
অস্টেরিস্ক: *
সিঙ্গেল কোট: ’
ডাবল কোট: "
ডলার সাইন: $
পার্সেন্টেজ চিহ্ন: %
অ্যাম্পারস্যান্ড অথবা এন্ড: &
লেস দেন/কম বুঝায় এমন: <
গ্রেটার দেন/বেশী বুঝায় এমন: >
রাউন্ড ব্র্যাকেটস/প্যারেনথেসিস: ()
কার্লি ব্র্যাকেটস/কার্লি ব্রেস: {}
স্কোয়ার ব্র্যাকেটস/স্কোয়ার ব্রেস: [ - ] (হাইফেন টা বাদে)
ব্যাকটিক: ````
বেকশ্ল্যাশ: \
ফরওয়ার্ড শ্ল্যাশ: /
টিল্ডা: ~
হাইফেন: -
আন্ডারস্কোর: _
পাইপ/ভার্টিকেল পাইপ: |
এই প্রতীকগুলো প্রোগ্রামিং ভাষা অনুযায়ী বিভিন্ন কাজে ব্যবহৃত হয়, যা কোডিংকে আরও কার্যকর ও সহজ করে তোলে।