ম্যাকের ব্যাটারি ভাল রাখার উপায়

চার্জে লাগিয়ে ইউজ করলে ম্যাকবুক পাওয়ার অ্যাডাপ্টর থেকে চার্জ নেই। তাই ব্যাটারী ইউজ হয়না। দীর্ঘদিন ব্যাটারি ভালো থাকে। ব্যাটারী থেকে যত কম চার্জ ইউজ হবে তত হেলথ ঠিক থাকবে।

আর চার্জে থাকার পরেও ৮৫/৯০% রাখতে চান তাহলে Al dente software ইউজ করতে পারেন। তাহলে ৮৫% চার্জের পর আর ব্যাটারি চার্জ হবে না। পাওয়ার নিবে কারেন্ট থেকে; ব্যাটারি হেলথও মেনটেন থাকবে।