ওয়েব ডেভেলপার হিসেবে সময় বাঁচানো

একটা Meme আছে, “আপনারা যারা chattogram / chittagong না লিখে ctg লেখেন, তারা বেঁচে যাওয়া সময়টায় কী করেন?”

এই প্রশ্নের উত্তর যাই হোক, আমি কয়েক সেকেন্ড করে সময় বাঁচানোর আরো উপায় বলি।

১। bash terminal / vscode এর টার্মিনালে সময় বাঁচানো

উইন্ডোজের C:\Program Files\Git\etc\ এ যান, সেখানে bash.bashrc নামের ফাইল থাকবে। অথবা everything সফটওয়্যারে bash.bashrc লিখে সার্চ দিন।

তারপর ফাইলের শুরুতেই নিচের লাইনগুলো অ্যাড করে দিন, তাহলে VSCode / Cursor এ npm run dev লেখা লাগবে না, nrd লিখলেই হবে। (nerd, haha) এভাবে বাকিগুলোও…

alias nrd='npm run dev'
alias nrs='npm start'
alias nrb='npm run build'
alias nrp='npm run preview'

২। গিট ব্যবহারে সময় বাঁচানো

টার্মিনালে নিচের কমান্ডগুলো লিখলেই হবে।

git config --global alias.co "checkout"
git config --global alias.br "branch"
git config --global alias.cm "commit"
git config --global alias.st "status"

তাহলেই git status না লিখে git st লিখলেই হবে।
git commit -m “initial commit” না লিখে
git cm -m “initial commit” লিখলেই হবে।

বিঃদ্রঃ আমি যেই aliasগুলো লিখেছি- তাই যে ব্যবহার করতে হবে, তা না। চাইলে alias এর অক্ষরগুলো নিচের ইচ্ছামতো পরিবর্তন করতে পারেন।

পূর্বে আমার ব্লগে প্রকাশিত

2 Likes