অলসতা
অলসতা বা আইলসামি করতে তো লাগে দারুণ। কিন্তু, এর নেগেটিভ ইম্প্যাক্ট যে এত বেশি, কল্পনাই করা যায় না। আপনি চিন্তা করে দেখেন, আমরা যদি ডেইলি ০৮ ঘন্টা ঘুমাই তাহলে লাইফের ৩৩% সময় আমরা ঘুমিয়েই পার করছি।
অর্থাৎ, ৬০ বছর বয়স যদি আপনি বেঁচে থাকেন, তার মধ্য ২০ বছর ঘুমিয়েই কাটাই আমরা।
বাকি ৪০ বছর আমাদেরকে দুনিয়া ও আখের, দুইটাই গুছাতে হয়। কিন্তু, সেখানে আমরা সফল হই না জাস্ট আইলসামির কারণে। স্প্রিচুয়াল কোনো গ্রোথ না থাকার কারণে মেন্টাল হেলথের অবস্থা নাজেহাল। আবার, ক্যারিয়ার গ্রোথ না থাকার কারণেও মেন্টাল হেলথের অবস্থা নাজেহাল।
আপনি চিন্তা করে দেখলে বুঝবেন, দিনের শেষে রাতে যখন আপনি ঘুমাতে যান, এক ধরণের অতৃপ্তি আপনার মধ্যে কাজ করে। আপনার গিলটি ফিল হয়। এসব থেকে বাঁচতে দরকার- আইলসামির বিরুদ্ধে যুদ্ধ এক দফা ঘোষণা করা।
আমার জীবন এই অবস্থা আপনার কি অবস্থা কমেন্টে জানাবেন ??