ব্যবসা, পার্টনার ও ইনভেস্টমেন্ট নিয়ে কিছু কথা

ব্যবসা শুরু করার আগে পার্টনার সিলেকশন খুবই গুরুত্বপূর্ণ। পার্টনার যদি দ্বিনদার ও আমানতদার না হয় তাহলে সেই ব্যবসা থেকে লস খাওয়ার সম্ভাবনা প্রায় শতভাগ। হয়তবা পার্টনার চুরি করবে তা না হলে দেখবেন পার্টনাররা নিজেরাই নিজদের বিসনেস খুলে বসে আছে। সেক্ষেত্রে গ্রুপ বিজনেসের বারোটা বেজে যাবে।

আমানতদারীতা শুধু সব সময় টাকা দিয়ে হবে তা কিন্তু নয়, কথার আমানত, সময়ের আমানতও এখানে আছে। আপনার পার্টনার কথা দিয়ে কথা না রাখলে আপনি বিপদে পড়বেন। পার্টনার সময় নষ্ট করলে বিপদে পড়বেন। আপনি একজন মানুষের সাথে মিশলে বা কাজ করলেই কেবল এই বিষয়গুলো ধরা পড়বে।

এখন তাহলে আমানতদার চিনব কিভাবে? এটা আসলে ধরা না খেয়ে চেনার সহজ উপায় নাই। আপনি লেনদেন করবেন ধরা খাবেন আর এক এক জনকে ব্ল্যাকলিস্টেড করবেন। অনেকে ছোট ছোট লেনদেন ঠিকভাবে করলেও বড় লেনদেনে আসল রূপ দেখায়, আর যারা ছোট লেনদেনেই গাফলতি করে তাদের বিষয়ে তো আগানোই যাবে না। কথা বা ওয়াদা বরখেলাপ যারা করে তাদের কথা বা ওয়াদার দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েই কেবল আপনি সেটি অনুধাবন করতে পারবেন।
সম্প্রতি এক ভাই (এই ফোরামেই তিনি আছেন) তার অভিজ্ঞতা শেয়ার করতে মেসেজে বলছিলেন,

“ভাই কয়েকজন ফেসবুক সেলিব্রিটি বা রিয়েল লাইফ এ ও দ্বীনদার ভাইদের সাথে লেনদেন করে আমি হতাশ। তাদের প্রতি সম্মান হারিয়ে ফেলতেছি।
আমরা সোশ্যাল মিডিয়া তে খুবই ভালো মানুষ।”

আসলেই বাস্তবতা তাই, আপনি লেনদেন না করে কাউকে ঠিকভাবে চিনতে পারবেন না। এজন্য মানুষ চেনার কাজ টা সবসময় এক্সপেন্সিভ। আর কাউকে ভালোভাবে না চিনলে কেনো আপনি তার সাথে বিসনেস করবেন।

হুজুগে সোসিয়াল মিডিয়া পোস্ট দেখে বিনিয়োগ তো আরো ঝুঁকিপূর্ণ। কেউ কোন একটি বিসনেস সংশ্লিষ্ট না হয়েও মিথ্যা তথ্য দিয়ে বা তথ্য গোপন করে ইনভেস্টমেন্ট চাইতে পারে। প্ল্যান করে এই কাজ করে এরকম প্রতারক ও আছে যারা শুরুতে আপনার ইনভেস্টমেন্ট থেকেই কিছু টাকা রিটার্ন করে পরে কেটে পড়বে।

বর্তমান সময়ে গ্রুপ ফ্ল্যাট প্রজেক্ট অনেক দেখছি, কিন্তু এই রিয়েল এস্টেট ব্যবসায় সত্য কথা বলেন এমন মানুষ কমই আছেন। আপনি ইনভেস্ট করার পর আস্তে আস্তে বুঝতে পারবেন, কিন্তু যখন বুঝবেন তখন অনেক লসে পড়বেন।

তাই যেকোনো যৌথ আমানতদারি প্রজেক্ট কিংবা ব্যবসার জন্য পার্টনার সিলেকশনটি করুন সময় নিয়ে, ভালো ভাবে বুঝে। সেটি যে প্রজেক্টই হোক। আবেগে, লোভে তড়িৎ ডিসিশন নিলে ভুল হওয়ার সম্ভাবনা থাকবে।

2 Likes