শ্রদ্ধেয় সিনিয়র ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি

আমি PHP এর OOP শেষ করেছি। টুকটাক প্রজেক্ট করেছি। এখন আরও ডেপথে কিভাবে জিনিসগুলো অ্যাপ্লাই করব তা থিঙ্ক করতে একটু বেগ পোহাতে হচ্ছে। আপনাদের অভিজ্ঞতা থেকে কিছু পরামর্শ প্রয়োজন।

কিভাবে সামনে এগিয়ে গেলে আমার জার্নি সহজ হবে? কি কি জিনিস ফলো করা উচিত?

OOP শেষ করে প্রোজেক্ট করেছেন, আলহামদুলিল্লাহ! এখন যেগুলো দেখতে পারেন:

  1. Singleton, Factory, Dependency Injection ইত্যাদি শিখুন।
  2. লারাভেল ফ্রেমওয়ার্ক / WordPress দিয়ে প্রজেক্ট বানাতে পারেন।
  3. PSR-4 অনুসরন করে কোডিং করতে প্ন্রন।
  4. ডেটাবেস ও ORM: PDO বা Doctrine শিখুন।
  5. Dependency Injection বেশি বেশি প্রাকটিস করুন।
  6. বড় বড় প্রোজেক্ট তৈরি করতে পারেন।
2 Likes