লারাভেল শিখে মাসে ৫০ হাজার!

প্রতিদিন সকালে ফেসবুক খুললেই দেখি - “৪ মাসে ফুলস্ট্যাক ডেভেলপার!”, “৬ মাসে জব গ্যারান্টি!”, “লারাভেল শিখে মাসে ৫০ হাজার!”। এই মিথ্যা স্বপ্ন বিক্রি করে যাচ্ছে কোর্স প্রোভাইডাররা। শুধু কি তাই? এখন আবার ডোর টু ডোর সেলস টিম পাঠাচ্ছে। ফোন করে করে বিরক্ত করছে। যেন কোর্স না করলে জীবনটাই বৃথা। মেসেজ আর কল ব্লক করেও লাভ হচ্ছে না, শত শত কোর্স প্লাটফর্মের শত রকম চেষ্টা।

হ্যা, আমি নিজের প্লাটফর্ম দিলে হয়তো আমিও একই রকম মার্কেটিং এপ্লাই করবো কারণ এইসব মার্কেটিং ছাড়া এখন কেউ টোপ গিলে না। ৫০০ মানুষ কোর্সে জয়েন করে ৫ জনও শেষ পর্যন্ত থাকে না, বিষয়টা খুবই ভয়াবহ।

একটা সত্যি কথা বলি। একজন সিনিয়র রিক্রুটার বলছিলেন - তিনি ২-৩০০ রিজ্যুমে থেকে একজন ভালো ক্যান্ডিডেটও খুঁজে পান না। এটা শুধু উনার ক্ষেত্রে না, অনেকের জন্য একই ঘটনা। কেন? কারণ বেসিক প্রোগ্রামিং কনসেপ্টই ক্লিয়ার না। আপনারা যে ৬ মাসে ফুলস্ট্যাক হয়ে যাচ্ছেন, সেখানে ১ বছরের কোর্স কনটেন্ট কীভাবে শিখলেন? মজার ব্যাপার হল, প্রি-কোডেড প্রজেক্ট দিয়ে পাস করিয়ে দেওয়া হচ্ছে আর রিয়েল লাইফে এসেই ধরা খাবে কারণ রিয়েল লাইফের সমস্যাগুলার কোন প্রি-কোডেড সলুশন নাই।

বর্তমানে দেশে ৪৫০০+ সফটওয়্যার কোম্পানি আছে। প্রতি বছর ২০,০০০+ আইটি গ্র্যাজুয়েট বের হচ্ছে। এর সাথে যোগ হচ্ছে বুটক্যাম্প থেকে বের হওয়া হাজার হাজার ‘ডেভেলপার’। কিন্তু একটা রিয়্যাক্ট ডেভেলপার পজিশনে ১৫০০+ এপ্লিকেশন জমা পড়ে। লারাভেল ডেভেলপার পজিশনে মাত্র কয়েকটা ভাল জব পোস্টিং। এখন বলুন, বাকি সবাই কোথায় যাবে?

কিন্তু এই সমস্যার জন্য শুধু কোর্স প্রোভাইডাররা দায়ী নয়। আমরা, স্টুডেন্টরাও কম যাচ্ছি না। কেউ রিসার্চ করছে না। শুধু মার্কেটিং দেখে উত্তেজিত হয়ে ঝাঁপিয়ে পড়ছি। ভাবছি ৬ মাস পরে ল্যাপটপে কোড লিখে লিখে লাখ টাকা ইনকাম করব। যে এই আশায় পানি ঢেলে দিচ্ছে তার উপর গিয়ে হামলে পড়তেসি। কেউ যেন আমাদের হতাশ না করতে পারে তার জন্য আমাদের সর্বোচ্চ চেষ্টা।

কোম্পানিগুলোও দায়মুক্ত নয়। ফ্রেশারদের ট্রেনিং দিতে চায় না কিন্তু চায় ৫ বছরের এক্সপেরিয়েন্স। অথচ এক্সপেরিয়েন্স আসবে কোথা থেকে? সঠিক সময়ে স্যালারি দিতে চায় না, অথচ কাজ উঠিয়ে নেবার ক্ষেত্রে ভয়ানক সব কনট্রাক্ট করে রেখে দেয়।

সরকার? সে ত এক সরকার গেলো আরেক সরকার এলো, কবে নাগাদ সব ঠিক হবে সেটা কেউ বলতে পারে না। যা দায়িত্ব আসলে নিজেদের ঘাড়েই নিতে হবে। ইনডাস্ট্রিতে কবে কে কি করবে না করবে সেটা সরকারের অপেক্ষায় থাকা যাবেনা।

তাহলে সমাধান কী? !:face_with_monocle:

কোর্স প্রোভাইডারদের বলব - মিথ্যা স্বপ্ন বিক্রি করা বন্ধ করুন। স্ট্যান্ডার্ড কারিকুলাম ফলো করুন। সঠিক সময় দিন। রিয়েল প্রজেক্ট দিন। ইন্ডাস্ট্রি এক্সপার্টদের সাথে কোর্স ডিজাইন করুন। হয়তো সেলস কিছুটা কমে যাবে, কিন্তু কদিন পর কিন্তু ইনডাস্ট্রি এমনিতেই পিকাপ করলে আপনার প্লাটফর্ম ধরা খেয়ে যাবে।

স্টুডেন্টদের বলব - শুধু Laravel/MERN এ আটকে থাকবেন না। Cloud, DevOps, Cybersecurity শিখুন। কোর প্রোগ্রামিং ফান্ডামেন্টালস শক্তিশালী করুন। হ্যাকাথন, টেক কমিউনিটিতে যোগ দিন। স্ট্যাক আসবে যাবে, কিন্তু দিনকে দিন নতুন নতুন রিকোয়ারমেন্ট যোগ হতে থাকবে, এটা আপনি আটকাতে পারবেন না, অসম্ভব।

কোম্পানিগুলোকে বলব - ফ্রেশারদের ট্রেনিং দিন। ইন্টার্নশিপ প্রোগ্রাম নিন। R&D তে বিনিয়োগ করুন। প্লাটফর্ম আর ইউনিভার্সিটির সাথে কাজ করুন। আপনার কোম্পানীর কালচার বুঝতে পারে এমন মানুষ খুঁজে বের করা কঠিন হতে পারে, কিন্তু একটু কষ্ট করলে ভাল ডেভেলপার অবশ্যই খুঁজে পাওয়া সম্ভব হবে।

নাহলে? নাহলে আমরা সবাই মিলে এই ইন্ডাস্ট্রিকে এমন জায়গায় নিয়ে যাব, যেখান থেকে ফেরার পথ থাকবে না। ২০২৫ সালে কিছু পারেন না পারেন, কেউ কিছু করুক না করুক, অন্তত নিজ জায়গা থেকে চেষ্টা ত করতে পারেন যেন ২০২৫ সালটাও ২০২৪ সালের মত না যায়।

8 Likes

amader akhon j course chalo hoise aita properly korle. job chance koto tuko?

ধন্যবাদ ভাইজান , অনেক সুন্দর কিছু কথা বলছেন । এই সময়ের সবচেয়ে মূল্যবান কথা বলছেন,