আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেভাবে মানুষের ক্রিয়েটিভিটি নষ্ট করছে।

একটা সময় ছিল যখন আমি স্কুলে পড়তাম তখন অনেক অংকের হিসাব খাতায় ম্যানুয়ালি করতাম, হাতে গুনে করতাম তখন ব্রেইন দিয়ে অনেক চিন্তা ভাবনা করে সলিউশন করতাম কিন্তু একটু বড় ক্লাসে উঠার পর যখন ক্যালকুলেটর ইউজ করা শুরু করলাম তখন থেকে আমার ব্রেইন এর প্রোসেসিং পাওয়ার কমে যাওয়া শুরু হয়েছিল, ক্যালকুলেটর এর উপর অনেক ডিপেন্ডেড হয়ে গেছিলাম, এমন অবস্থা যে আমি সামান্য হিসাব করার জন্য ক্যালকুলেটর ইউজ করতাম এর জন্য আমার ব্রেইন দিয়ে দ্রুত হিসাবনিকাশ করার ক্ষমতা কমে গেছিলো, থিংকিং পাওয়ার টা দূর্বল হয়ে গেছিলো যার কারনে ম্যানুয়ালি সহজ একটা ক্যালকুলেশন করতে আমার বেশি সময় লাগত।

এখন বর্তমানে ChatGPT নিয়েও সেম জিনিস ই হচ্ছে মানুষ এখন এইটার উপর অনেক বেশি নির্ভরশীল হয়ে গেছে, এখন খেয়াল করলেই দেখবেন যে আশে পাশে অনেক জায়গায় Ai জেনারেটেড কন্টেন্ট এর অভাব নাই, কিন্তূ ChatGPT দিয়ে করা কন্টেন্ট কিন্তূ সহজেই ধরে ফেলা যায় লেখার ধরন, গ্রামার এর স্টাইল, ওয়ার্ড আর কমন কিছু emoji দেখলেই বুঝতে পারবেন, এখন মানুষ কোনো দরকারি ইমেইল লিখতে হলেও সেটা Prompt দিয়ে করিয়ে নেয়, হ্যাঁ এখন বলতে পারেন Ai তো মানুষের জীবন কে সহজ করার জন্যই তাই ইউজ করতেই পারে, আমিও এইটাই বলি কিন্তূ প্রোডাক্টিভিটি বাড়াতে গিয়ে ক্রিয়েটিভিটি নষ্ট হয়ে যাচ্ছে না?

অতিরিক্ত স্মার্ট ডিভাইস আর দীর্ঘক্ষণ ইন্টারনেট ইউজ করার কারণেও মানুষ তার চিন্তা শক্তি সহ আরো অনেক কিছুই হারিয়ে ফেলেছে, তারা যেন এক ভার্চুয়াল জগৎ এ ডুবে আছে।

যে জিনিসটা আপনি চিন্তা ভাবনা করে নিজের মস্তিষ্ক এর সৃজনশীলতা কে ইউজ করে কন্টেন্ট লিখতেন সেই আপনি ই এখন থিকিং করা বাদ দিয়ে দিছেন, ব্রেইন এর সেই স্পেশাল পাওয়ার টা অকেজো হয়ে যাচ্ছে, আমি মনে করি Ai এখনো মানুষের মত অর্গানাইজ করতে পারে না হয়ত ভবিষ্যতে আরো ডেভেলপ হতে পারে।

যারা অলরেডি প্রোফেশনাল তারা সময় বাঁচাতে হতে স্মার্ট ভাবে এই Ai টুল গুলো কে অ্যাসিস্টেন্ট হিসেবে ইউজ করতে পারে কিন্তূ যারা নতুন তারা এই ChatGPT থেকে কপি পেস্ট করে নিজের সৃজনশীলতা নিজেই ধ্বংস করছে,

আপনার থিংকিং পাওয়ার যত ভালো হবে আপনি অন্যদের চেয়ে তত এগিয়ে থাকবেন অন্যদের চেয়ে ইউনিক হবেন। মানুষের মধ্যে যে ক্রিয়েটিভিটি আছে সেটা Ai এর মধ্যে নেই, আপনি যত চর্চা করবেন তত আপনার মস্তিষ্ক ডেভেলপ হবে।
তাই Ai কে স্মার্টলি ইউজ করা এর সাথে সাথে আপনার নিজস্ব সৃজনশীলতা ও কাজে লাগাবেন।

সর্ব শেষ এ এতটুকুই বলতে চাই যে “মানুষ সৃষ্টির সেরা জীব”

©️ Redowan Ahmed Siyam

6 Likes

Absolutely right bro.