আসসালামু আলাইকুম,
আমি প্রায় তিন বছর ধরে ওয়ার্ডপ্রেস এলিমেন্টর নিয়ে কাজ করি, প্রায় ৩০০ এর বেশি সাইট ডিজাইন রিডাজাইন ক্লোন করেছি এলেমেন্টর দিয়ে, আমি একটা লোকাল ফ্রিল্যান্সিং টিমে ওয়ার্ডপ্রেস ওয়েব ডিজাইনার হিসেবে কাজ করি, মূলত ফিগমা, এক্সডি, পিএসডি থেকে এলেমেন্টর দিয়ে কনভার্ট করে থাকি আর ক্লোন রিডাজাইন করে থাকি । আমার বন্ধুরা বলে যে তুমি নিজে কাজ করার চেষ্টা কর তাহলে তুমি ভালো ইনকাম করতে পারবা। আমি তাদের কথা শুনেও আবার কেমন যানি না শুনার মত হয়ে যায়, কি করব সিদ্ধান্ত নিয়ে পারিনা আবার ভবিষ্যতের ভয় পায় কতদিন এই ওয়েব ডিজাইনের কাজ থাকবে যখন থাকবেনা তখন কি করে খাব ইত্যাদি । এইদিকে আমার খুব সখ ডাটা স্ট্রাকচার অ্যালগরিদম শেখার, সেই সখের বশে ফুল টাইম কাজ হাফ টাইম করে এখন ডিএসএ কোর্সে ভর্তি হয়েছি প্রথম দিকে সহজ প্রবলেম গুলা বুঝতাম কিন্তু এখন সি++ এ বেশ কঠিন প্রবলেম চলে আসছে এখন তেমন পারিনা আর সময় ও তেমন দিতে পারিনা কারণ আমার ওয়েব ডিজাইন এর কাজ করতে হয় রাতে, আর সংসারের ও অনেক কাজ থাকে । আবার অনেকে দেখি কাজ পারেনা কিন্তু ক্লায়েন্ট হান্ট করতে পারে, কাজ না করে শুধু ক্লায়েন্ট হান্ট করে ফাকে হাজার হাজাত ডলার কামায় নিয়ে যাচ্ছে ।
আমার বস আমাকে প্রায়ই বুঝায় আপনি এতদিন ধরে ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করেন, আপনার এখন অ্যাডভান্স ওয়ার্ডপ্রেস এর কাজ শেখা এইদিকে ফোকাস করা অন্যদিকে না ফোকাস করে এই ফিল্ডে সময় দেন ।
সব ভাইদের দৃষ্টি আকর্ষণ করতেছি এখন আমার কি করা উচিত ?
ভাইয়া আপনি যে লারাভেল এর কোর্স টি করাবেন ওইখানে কি লারাভেলের জব করার মত অভিজ্ঞতা হবে এমন ভাবেই শেখাবেন ?
অথবা আমাকে রেকমেন্ড করতে পারবেন যে কোন রিসোর্স থেকে অ্যাডভান্সড লারাভেল শিখতে পারি ? পেইড হলেও হবে
ধন্যবাদ ভাইয়া ।
ধন্যবাদ ভাইয়া, আমি ওয়ার্ডপ্রেস, লারাভেল এবং মার্ন নিয়ে চ্যাটজিপিতে কুয়েরি করে দেখলাম, সবথেকে মার্নকে বেশি রিকমেন্ডেশন করলে তারপর লারাভেল আর ওয়ার্ডপ্রেস কে শেষে রিকমেন্ড করল ।
আপনার কি করা উচিত এইটা আপনারই খুজে বের করতে হবে। বাইরের একজন জানবে না যে আপনার ঘর, পরিবার এর কি অবস্থা, কতটুকু সময় বা মনোযোগ আপনি দিতে পারবেন।
আমার জীবনের শুরুতে ড্রিম ছিলো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হয়ে বিশাল পাওয়ার জেনারেশন সাইটে কাজ করার। ম্যাথ ভালো লাগে না দেখে ইঞ্জিনিয়ারিং বাদ দিয়েছি।
পরে টাকার কথা চিন্তা করে ওয়েব ডেভেলপমেন্ট শিখেছি, ট্রেনিং সেন্টারে ট্রেইনার হিসেবে কাজ করেছি, প্রফেসরের সাথে বই লিখেছি, ইন্টারনেট কোম্পানিতে বিল কালেকশন থেকে শুরু করে ফাইবার টানার কাজ করেছি। মাঝখানে একটা লম্বা সময় ওয়ার্ডপ্রেস প্লাগিন কোম্পানি গুলোতে মার্কেটিং, সেলস, বিজনেস ডেভেলপমেন্ট নিয়ে কাজ করেছি। এখন কাজ করি হোস্টিং কোম্পানিতে কাস্টমার সাপোর্ট টিম লিড হিসেবে। ১৩ বছর আগে যখন ইন্টারনেট কোম্পানিতে কাজ করেছি, তখন লিনাক্স সার্ভার ম্যানেজমেন্ট শিখেছিলাম। সেই cd, ls, mkdir কমান্ড এখন এসে কাজে লাগতেছে
জীবন আপনাকে কই নিয়ে যাবে, কখন কি ভালো লাগবে এর কোনো ঠিক ঠিকানা নাই। যেকোনো একটা পথ ধরে শুরু করেন, আস্তে আস্তে একটা ভালো লাগার পথ পেয়ে যাবেন। এই জার্নি টাই আসল। গন্তব্যের চিন্তা করলে ফ্রাস্ট্রেশন চলে আসবে। জার্নি এনজয় করার টার্গেট রাখেন।