রেসপনসিভ ওয়েব ডিজাইন টেস্ট করার দারুণ একটি ব্রাউজার এক্সটেনশন

যারা রেসপনসিভ ওয়েব ডিজাইন নিয়ে কাজ করেন,
তাঁরা ডেভ টুলস এর বিল্ট-ইন ডিভাইসের পাশাপাশি এই Mobile simulator - responsive testing tool - ক্রোম এক্সটেনশনটি ব্যাবহার করতে পারেন। ক্রোম / এজ দুই ব্রাউজারেই কাজ করবে। এবং দেখলাম ফায়ারফক্স এর জন্যও আছে।

এটার মধ্যে অনেকগুলো ডিভাইস ফ্রি ব্যাবহার করা যায়। সাথে পেইড প্রিমিয়াম ফিচারও আছে। আর এটার মধ্যে রিয়েল ডিভাইসে টেস্ট করার একটা ভিজুয়াল ফিল পাওয়া যায়। ভারটিকেল / হরিজন্টাল রোটেটও করা যায়।

Chrome: https://chromewebstore.google.com/detail/mobile-simulator-responsi/ckejmhbmlajgoklhgbapkiccekfoccmk

Firefox: https://addons.mozilla.org/en-US/firefox/addon/simulateur-mobile

15 Likes

Thanks for sharing vai. Test kore dekhte hbe. Chrome er default ta majhe moddhe pera dey

2 Likes

দাররুন হেল্পফুল এবং কাজের জিনিস, ধন্যবাদ ভাই।

2 Likes

ধন্যবাদ ভাইয়া। কাজে দিবে ইন-শা-আল্লাহ

1 Like

Onk somoy dhore use korchi besh kajer akta tool

1 Like

Thanks for sharing a helpful tool

1 Like

এটাও ব্যাবহার করা যায়।

2 Likes

এটা ট্রাই করে দেখতে পারেন…।

2 Likes