আসসালামু আলাইকুম। অভিজ্ঞ ভাইরা একটা পরামর্শ দিয়ে হেল্প করবেন প্লিজ।
বর্তমানে আমার কাছে দুইটা ইন্টার্নশিপ জবের অফার আছে। আমি একজন ফ্রেশার Frontend Developer, MERN stack. আমি কখনো ডেভেলপার হিসেবে কোথাও জব করিনি।
দুইটাই MERN Stack পজিশানের জন্য। একটার ডেসিগনেশান হচ্ছে Fullstack Developer, আরেকটা হচ্ছে MERN Stack ডেভেলপার।
প্রথমটাতে MERN নিয়েই কাজ করতে হবে।
তবে ২য় টাতে stack মাঝে মধ্যে চেঞ্জ হবে , তাদের ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী। যেমন এখানে আমাকে তাদের বর্তমান চলমান প্রজেক্টের জন্য Laravel নিয়ে কাজ করতে হবে । এবং Php, Laravel, শেখার জন্য তারা সময় দিবে।
নতুন কিছু শিখতে এবং এডাপ্ট করতে আমার বরাবরই অনেক ভালো লাগে। এবং আমি জানি ক্যারিয়ারের প্রথম দুইবছর চোখ কান বুজে প্রফেশনালদের কাছ থেকে শুধু শিখে যেতে হবে। কম্ফোর্টজোনের কথা পুরোপুরি ভুলে যেতে হবে। তবে আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ন ব্যাপারটা হচ্ছে , ওয়ার্ক কালচার এবং কাজ শেখার পরিবেশ আছে কিনা, নিজেকে গ্রো করার সুযোগ আছে কিনা এগুলো।
আর আমার হাতে কয়েকটা ইন্টার্ভিউ টাস্কও আছে এখন। এবং আমার এই কনফিডেন্স আছে যে সামনে আমি আরো কল পাবো ইনশাআল্লাহ। ইভেন কয়েকটায় এপ্লাই করতেছি সেগুলোর ওয়ার্ক কালচার আমার অনেক পছন্দ হচ্ছে।
এখন আমার ভবিষ্যৎ ক্যারিয়ারের জন্য কোনটাতে জয়েন করা ভালো হবে ? নাকি আরো অপেক্ষা করবো।
(Note : দুইটার স্যালারি ইনিশিয়ালি সেইম। আর গ্লাসডোরে কোনটারই রিভিউ নাই, তাই কালচার সম্পর্কে খুব একটা বুঝতে পারছিনা )