ইউরোপে এসেছি বেশ কিছুদিন হলো, অনেকেই এখানে দেখি বাসা কিনে অল্প পরিমাণে ডাউন পেমেন্ট দিয়ে। বাসা কেনার সময় যে ডকুমেন্ট গুলা সাইন করা লাগে সেখানে ক্লিয়ারলি লেখা থাকে ফিক্সড ইন্টারেস্ট যেটা আমি এভোয়েড করতে চায়।
ইন্টারেস্ট বাদে কিনতে হলে আমার জানামতে ফুল পেমেন্ট করে কেনা যায় কিন্তু এত টাকা একবারে জমিয়ে কেনাটাও ডিফিকাল্ট। অন্য আর কোন উপায় আছে যাতে সুদ এড়ানো যায়?