বড় বড় প্রজেক্ট গুলো কিভাবে ম্যানেজ হয়?

আমি জানিনা তাই আপনাদের থেকে জানতে চাই যেমন ফেসবুক , টুইটার ,ইনস্টাগ্রাম ইত্যাদি এইসব বড় ওয়েবসাইট গুলো তারা কিভাবে ম্যানেজ করে? তারা কিভাবে ভ্যারিয়েবল মনে রাখে আমি কোন ছোট ওয়েবসাইট ডেভলপমেন্ট করতে গেলে কিছুদিন পর আবার ভুলে যাই যে কোনটা কিসের জন্য করেছিলাম। এইটা শুধু আমার সাথে হয় নাকি জানিনা কিন্তু আমি যখন বড় বড় প্রজেক্ট বানাবো তখন কিভাবে ম্যানেজ করব? আপনারা কিভাবে ম্যানেজ করেন?

1 Like