ডোমেইন সেল করার ব্যাপারে মতামত প্রয়োজন

আমার ছয় অক্ষরের একটা ডোমেইন কেনা আছে।
ডোমেইনটা abcxyz.com (for example) এইরকম।
রিসেন্টলি নতুন একটা স্টার্টআপ লঞ্চ হয়েছে এই নামে, যেটাতে তারা ১.৭ বিলিয়ন (1.7B) ইনভেস্টমেন্ট পেয়েছে। তাদের ওয়েবসাইটা বর্তমানে abc-xyz.com (হাইফেস সহ) এই নামে আছে।
আমাকে একজন ডোমেইন ব্রোকার abcxyz.com ডোমেইনের জন্য 75,000 USD অফার করেছে।

আমি ডোমেইনের ব্যাপারে খুব একটা অভিজ্ঞ নই। এর আগে কখনও ডোমেইন সেল করিনি।
এখন এই ডিলটা নিয়ে কিভাবে আগানো যেতে পারে?
আপনাদের মূল্যবান মতামত আশা করছি। ধন্যবাদ।

(On behalf of my friend.)

4 Likes

যে কোন একটা ডোমেইন পার্কিং প্রতিষ্ঠান যেমন সেডো তে পার্ক করুন, ওরা একটা ফি এর বিনিময়ে আপনার হয়ে সকল কাজ করে দিবে।

1 Like

ধন্যবাদ ভাইয়া।

ভাইয়া, প্রাইসের ব্যাপারে আপনার মতামত দিলে একটু ভালো হতো। আই মিন কেমন কি আমরা চাইতে পারি আর কি ।

I have no idea on pricing.

it’s okay! Thank you.

https://www.afternic.com/ এখানে ডোমেইন এড করে রাখুন। পটেনশিয়াল বায়ার যদি ডোমেইন কিনতে কোথাও( distribution network) খোঁজে এবং দাম অনুযায়ী পছন্দ হয় তাহলে ডোমেইন বিক্রি হয়ে যাবে ।

1 Like