আমার ছয় অক্ষরের একটা ডোমেইন কেনা আছে।
ডোমেইনটা abcxyz.com (for example) এইরকম।
রিসেন্টলি নতুন একটা স্টার্টআপ লঞ্চ হয়েছে এই নামে, যেটাতে তারা ১.৭ বিলিয়ন (1.7B) ইনভেস্টমেন্ট পেয়েছে। তাদের ওয়েবসাইটা বর্তমানে abc-xyz.com (হাইফেস সহ) এই নামে আছে।
আমাকে একজন ডোমেইন ব্রোকার abcxyz.com ডোমেইনের জন্য 75,000 USD অফার করেছে।
আমি ডোমেইনের ব্যাপারে খুব একটা অভিজ্ঞ নই। এর আগে কখনও ডোমেইন সেল করিনি।
এখন এই ডিলটা নিয়ে কিভাবে আগানো যেতে পারে?
আপনাদের মূল্যবান মতামত আশা করছি। ধন্যবাদ।