আপনার যদি জাভাস্ক্রিপ্ট ও রিমিক্স ফ্রেমওয়ার্ক উপর ভালো দক্ষতা থাকে তাহলে শপিফাই এপ ডেভেলপমেন্ট হতে পারে আপনার জন্য দারুণ একটি কাজের ক্ষেত্র। শপিফাই এখন তাঁদের অফিশিয়াল এপ ডেভেলপমেন্ট জন্য তাঁদের Remix ফ্রেমওয়ার্ক কে সাজেস্ট করে। তাঁদের CLI দিয়ে যদি আপনি কোন এপ scafold করেন তাহলে রিমিক্স টেমপ্লেট পাবেন।
বর্তমানে শপিফাই ইকমার্স সেক্টরে দিন দিন অনেক জনপ্রিয় হচ্ছে। একটি শপিফাই স্টোরে দুইটি পার্ট থাকে, থিম ও এপ।
থিমের কাজ হলো ওয়েবসাইটের ফ্রন্টএন্ড দেখানো । আর এপ হচ্ছে থিমে যেসব ফিচার থাকে না বা নতুন কোন ফিচার এড করার জন্য।
রিমিক্স দিয়ে শপিফাই এপ ডেভেলপমেন্ট করার জন্য আপনার জাভাস্ক্রিপ্ট, রিমিক্স ও PostgreSQL জানা থাকতে হবে ।
এখন এপ ডেভেলপমেন্ট কোথায় থেকে শুরু করতে পারেন? আপনি যদি ডকুমেন্টশন পড়ে অভ্যস্ত থাকেন তাহলে শপিফাই অফিসিয়াল থেকে শুরু করতে পারেন Build
তাছাড়া ইউটিউবে অনেক ভিডিও আছে এগুলো দিয়ে শুরু করতে পারেন। যেহেতু শপিফাই একটা সেলফ হোস্টেড এপ, এখানে কোডিং নিয়ে কোন বাধ্যবাধকতা নেই।
শুরু করার জন্য এইটা একটা ভালো টিউটোরিয়াল https://www.youtube.com/watch?v=f17lUJu3Kvs
আপনার কোন টিউটোরিয়াল থাকলে কমেন্ট করে জানাতে পারেন।