সামনের শনিবার, মানে ২৬ই অক্টোবর ওয়ার্ডক্যাম্প কেরালার কন্ট্রিবিউশন ডে, যেখানে আপনি চাইলেই অনলাইনে অংশ নিতে পারেন। শিখতে পারবেন অনেক নতুন কিছু, অনেক অভিজ্ঞদের জিজ্ঞেস করতে পারবেন আপনার না জানা প্রশ্ন গুলো।
আর দ্রুত কন্ট্রিবিউশন গুলো অ্যাপ্রুভ হওয়ার সুযোগ তো থাকছেই।
বিগুল মালাই ওয়ার্ডপ্রেস কমিউনিটি তে খুবই পরিচিত মুখ। অনেক গুলো ওয়ার্ডক্যাম্প এ অরগানাইজার হিসাবে কাজ করেছেন। WCKerala তেও অরগানাইজার হিসাবে আছেন। আমার এক্স কলিক হওয়ার সুবাদে মাঝে মাঝেই কথা হয়। ও আমাকে WhatsApp এ নক করে বলল অংশ নিতে আর আমার পরিচিত বন্ধুদের সাথে শেয়ার করতে। তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করলে অনেকেই উপকৃত হওয়ার সুযোগ পাবেন।
আপনার যদি ইচ্ছে থাকে ওয়ার্ডপ্রেসের বড় বড় কোম্পানি গুলোতে ভবিষ্যতে ফাটাফাটি জব করার, তাহলে ওয়ার্ডক্যাম্প, ওয়ার্ডপ্রেস মিটআপ গুলো মিস করা বোকামি।
কিভাবে অংশ নিবেন?
- প্রথমে নিশ্চিত হন আপনি ২৬ তারিখ শনিবার বিকাল ৪:৩০ থেকে সন্ধা ৭:৩০ ফ্রি থাকবেন। (ভারতের টাইম ৪-৭)
- এইবার এই লিংকে ফর্ম সাবমিট করেন। ওরা আপনাকে জুম লিংক পাঠাবে পরে।
- এইবার সময় মত জুমে জয়েন করে ফেলবেন।
রেজি লিঙ্ক:
আপনি যদি একবারেই নতুন হন, বা কিছুই না জানেন, তাও জয়েন করেন। এভাবে দেখা যাবে শিখতে শিখতে একদিন আপনিই হয়ে যাবেন আপনার বিভাগের ওয়ার্ডক্যাম্প অরগানাইজার।