এলিমেন্টর অ্যাডঅন ডেভেলপমেন্ট শিখতে চাই কিন্তু ভাল কোন রিসোর্স পাচ্ছি না ।
কি কি রিসোর্স পেয়েছেন, সেটার লিস্ট দেন তো ভাই। যেহেতু এলিমেন্টর এডঅন ডেভেলপমেন্ট শিখবেন সেহেতু আপনি নিশ্চই পিএইচপি জানেন, ইউটিউব জানেন, চ্যাট জিপিটি জানেন, এলিমেন্টরের ডেভেলপার ডকুমেন্টেশন পড়েছেন।
একটা টপিকও একটু বিস্তারিত লিখতে পারেন না সময় নাই আপনার, আপনার পেছনে আমরা সবাই সময় কেন নষ্ট করবো? দয়া করে বিস্তারিত লেখেন আপনার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে, এবং কি কি রিসোর্স এই পর্যন্ত ফলো করেছেন, সেগুলা সম্পর্কে বিস্তারিত বলেন।
কথা দিলাম বেস্ট রিসোর্স শেয়ার করবো আপনার সাথে।
ধন্যবাদ ভাই,
Envato তে আমার কিছু Theme Approved আছে । আমি আমি কিছু Elementor addon বানাইছি কিন্তু আমার মনে হচ্ছে আমি আরও কিছু শিখি advance কিছু । যাতে আমি আরও সহজে কাজ করতে পারি বা বেপার গুল সম্পর্কে deeply যানতে পারি । আমি wedeves এর একটা Plugin Development এর course দেকছিলাম কিন্তু বুজতেছি না start করবো কি না বা আমার জন্য ভাল হবে কি না ।
course link : Online WordPress Plugin Development – Batch 02 (WDA_WP_02) - Elevate Your Skills at weDevs Academy
আপনার PSD to HTML course গুল দেখেই আমার কাজ করা শুরু হয়েছিল । আপনার replay পেয়ে অনেক ভাল লাগলো ।
আমার Envato Profile link : CodeeFly - Portfolio | ThemeForest
আপনার suggestion এর জন্য ধন্যবাদ ভাই । গুছিযে লিখতে না পারার জন্য Sorry ভাই ।