কত লাইনে এক পেইজ কমেন্ট হয়? একটা সফটওয়্যারে একাধিক পেইজ কমেন্ট থাকে। এটা কি বিভিন্ন ল্যাংগুয়েজে বিভিন্ন রকম হয়?

একটা পেইজে কত লাইনে কমেন্ট হবে তা নির্ভর করে কী ধরনের ফাইল বা প্রোগ্রামিং ল্যাংগুয়েজে কাজ করা হচ্ছে, এবং কোড লেখার স্টাইলের ওপর। সাধারণত একটি পেইজে ৩০ থেকে ৫০ লাইনের কমেন্ট থাকতে পারে, তবে এটি লাইনগুলোর দৈর্ঘ্য ও ফন্ট সাইজের ওপর নির্ভর করে।

একাধিক পেইজের কমেন্ট ব্যবহার করা হলে, তা বিভিন্ন ভাষায় আলাদা হতে পারে। কারণ বিভিন্ন প্রোগ্রামিং ভাষার জন্য কমেন্ট লেখার সিনট্যাক্স এবং স্টাইল ভিন্ন হতে পারে। যেমন:

C, C++, Java: /* … */ দিয়ে মাল্টি-লাইন কমেন্ট করা হয়।

Python: “”" … “”" দিয়ে মাল্টি-লাইন কমেন্ট করা হয়।

HTML: দিয়ে মাল্টি-লাইন কমেন্ট করা হয়।

এছাড়া, কোডের কমেন্টিং কনভেনশন এবং ডকুমেন্টেশনের স্ট্যান্ডার্ডও বিভিন্ন ভাষায় ভিন্ন হতে পারে।

Why you aren’t using google or AI? This is very basic question.

আমার মনে হয় সে প্রশ্ন করেনি কমেন্টের ব্যাপারে বলতে চেয়েছে তবে সেটাও ভালো মতো গুছিয়ে বলতে পারেনি।