ফোন কিংবা ল্যাপটপের ব্যাটারি ভালো রাখার অন্যতম একটি গুরুত্বপূর্ণ টিপস হচ্ছে ২৫%-এ নেমে গেলে চার্জে দেওয়া এবং ৮০% হয়ে গেলে চার্জ বন্ধ করে দেওয়া।
আমি নিজে এই টিপস ফলো করে আমার এন্ড্রোয়েড ফোন Realme x2 pro তে দারুণ রেজাল্ট পেয়েছি। আমার পরে কেনা আমার বন্ধুদের ফোন এর ব্যাটারির অবস্থা কাহিল। চার্জ টিকেনা। আর আমার ফোন চার বছর পার হয়ে গেছে মাশাআল্লাহ এখনো সেই আগের মত পারফর্ম করছে। নতুন অবস্থায় Mobile Legends গেমের একটি ২০ মিনিটের ম্যাচ এর জন্য ৫% চার্জ খেতো । এখন খায় ৬%।
যাই হোক সেদিন রেডিটে ম্যাকবুকের জন্য চার্জ ৮০% এ থামিয়ে রাখার জন্য এই এপটার খোজ পেলাম । রিভিউ দেখলাম ভালোই। গিটহাব স্টার আছে 3.7k. দুইদিন ধরে ইউজ করতেছি। ভালোই লাগতেছে। এপের লিংকঃ
https://github.com/actuallymentor/battery
7 Likes
জাকির ভাইয়ের এই ট্রিকস টাও দারুণ।
1 Like
জাকির ভাইর পোস্টটা শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ ভাই। আমি এরকমই কিছু খুঁজতে ছিলাম কয়েকদিন ধরে।
কোনো কিছু না করেও আমার ৮০% এর উপর চার্জ নিচ্ছে না যে!!
বহু দিন ধরে এমন একটি এপ খুজছিলাম। পেয়ে গেলাম কিন্তু ইন্টেল চিপের সাথে কম্প্যাটিবল না।
তবে গিটহাবের লিঙ্কে গিয়ে পেয়ে গেলাম ইন্টেল চিপের জন্য একই ধরনের সফটওয়্যার https://apphousekitchen.com/
আপনার ফোনে এই সেটিংস-টা কিভাবে করেছেন ভাই?
আমি সবসময়ই চার্জে লাগিয়ে কাজ করি। এটা কি ঠিক নাকি চার্জিং অফ করে কাজ করা উচিত