বাংলাদেশ আইটি কমিউনিটিতে স্বাগতম 👋

যারা যুক্ত হয়েছেন তাদের স্বাগতম জানাই।

বাংলাদেশ আইটি কমিউনিটি

আইটি ক্যারিয়ার ও প্রজেক্ট নিয়ে আলোচনা

মূলত ফেসবুকে যাই লেখালেখি করি সেগুলা হারিয়ে যায়। তাছাড়া যে কোন সময় একাউন্ট বা গ্রুপ হারিয়ে যাওয়ার ব্যাপার তো আছেই। ঠিক সেই কারনেই এই সাইটের অবতারণা। এখানে লেখালেখি করলে সেটি গুগল বা অন্যান্য সার্চ ইঞ্জিনে পাবলিক হবে তাই অনেকেই এই আলোচনাগুলা থেকে উপকৃত হবে।

নিয়মনীতি এখনও সেট করা হয়নি, সেগুলা আস্তেধীরে করা হবে ইনশাআল্লাহ। ততদিন পর্যন্ত বেসিক রুল গুলাই এপ্লাই হবে।

কারা কারা জয়েন করলেন, আসুন একে অপরের সাথে পরিচিত হই। এই টপিকের কমেন্টে লিখতে পারেন।

329 Likes

আসালামুআলাইকুম রাসেল স্যার।
জয়েন করে ফেলেছি
আমি পিকে শাহারিয়ার কবির

20 Likes

আসসালামু ওয়ালাইকুম, আমি মুনিম রহমান। বর্তমানে ফ্রন্টএন্ড ডেভলপার হিসেবে বিট বাইট টেকনলজিতে কাজ করছি।

15 Likes

আসসালামু আলাইকুম, আমি দিনাজপুর থেকে আরাফাত হোসেন। গত ২+ বছর থেকে জার্মানি এক ক্লায়েন্ট এর ভার্চুয়াল এসিস্ট্যান্ট হিসেবে কাজ করতেছি। আমি সহ আমার টিম মোট ৫ জন।

22 Likes

আসসালামু আলাইকুম আমি কাউসার আহমদ রংপুর থেকে কাজ করছি ওয়ার্ডপ্রেস নিয়ে রাসেল ভাইয়া আমার শিক্ষক আস সুন্নাহ ফাউন্ডেশনে ওয়েব ডেভলপমেন্টে ক্লাস করিয়েছিলেন শেখান থেকে ভাইয়া কে চিনি জাজাকাল্লাহ খাইরান ভাইয়া এমন একটি উদ্যোগ নেওয়ার জন্য

21 Likes

আসসালামু আলাইকুম, আমি মাহামুদুল ধানমন্ডি থেকে। Bangladesh IT Community এর একটা মোবাইল অ্যাপ হলে বোধ হয় আরও সুন্দর হবে এই উদ্যোগের উদ্দেশ্যটা। এক্ষেত্রে ফেসবুকের থেকে এখানে সময় দেওয়া যাবে বেশি।

16 Likes

আসসালামু আলাইকুম । ওমর ফারুক, ঢাকা থেকে ।

7 Likes

আসালামুআলাইকুম রাসেল ভাই ।
শিখতে , পড়তে যুক্ত হয়ে গেলাম ।

8 Likes

আব্দুল হান্নান, কুমারখালী, কুষ্টিয়া থেকে।

9 Likes

আমি রাতুল হাসান রুহান,
মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপার হিসেবে আছি।

7 Likes

আমি নাজমুল হাসান। USA এর একটা Hedge firm এ Risk Manager হিসেবে ভার্চুয়ালি কাজ করছি।

7 Likes

আসালামুআলাইকুম রাসেল ভাইয়া, আসালামুআলাইকুম সকলকে।

6 Likes

Assalamu alaikum. Ami SM Asaduzzaman. Mobile application developer (Flutter)

6 Likes

Thank you so much Rasel Ahmed vai for your awesome initiative

5 Likes

আসসালামু আলাইকুম,
আমি Mehedi Hasan Khairul,
একজন JavaScript Developer.

5 Likes

ওয়ালাইকুম আসসালাম। জাভাস্ক্রীপ্ট শিখে কি লাভ? পিএইচপি শিখুন, আলোর পথে আসুন।

19 Likes

কুবুদ্ধি দিবেন না ভাই।

PHP is Dead.

5 Likes

আসসালামু আলাইকুম, আমি ঢাকা থেকে মাহাদী হাসান। কাজ করছি বর্তমানে কম্পিউটার হার্ডওয়্যার এবং নেটওয়ার্কিং প্রোডাক্ট নিয়ে।

5 Likes

ভাই, আমি কিন্তু এডমিন। আমার কথা না শুনলে ব্যান করে দিব। যাই হোক, এই সাইট পিএইচপিতে চলছে না, জাভাস্ক্রীপ্ট দিয়ে চলছে বলে কিছু বললাম না আজকে। :crazy_face:

24 Likes

এইসব শিখে লাভ কি, দিন শেষে তো কইবেন ভাই মার্কেটিং ছাড়া ভাত নাই। আলোর পথে আসুন, মার্কেটিং শিখুন :stuck_out_tongue:

6 Likes