মূলত ফেসবুকে যাই লেখালেখি করি সেগুলা হারিয়ে যায়। তাছাড়া যে কোন সময় একাউন্ট বা গ্রুপ হারিয়ে যাওয়ার ব্যাপার তো আছেই। ঠিক সেই কারনেই এই সাইটের অবতারণা। এখানে লেখালেখি করলে সেটি গুগল বা অন্যান্য সার্চ ইঞ্জিনে পাবলিক হবে তাই অনেকেই এই আলোচনাগুলা থেকে উপকৃত হবে।
নিয়মনীতি এখনও সেট করা হয়নি, সেগুলা আস্তেধীরে করা হবে ইনশাআল্লাহ। ততদিন পর্যন্ত বেসিক রুল গুলাই এপ্লাই হবে।
কারা কারা জয়েন করলেন, আসুন একে অপরের সাথে পরিচিত হই। এই টপিকের কমেন্টে লিখতে পারেন।
আসসালামু আলাইকুম, আমি দিনাজপুর থেকে আরাফাত হোসেন। গত ২+ বছর থেকে জার্মানি এক ক্লায়েন্ট এর ভার্চুয়াল এসিস্ট্যান্ট হিসেবে কাজ করতেছি। আমি সহ আমার টিম মোট ৫ জন।
আসসালামু আলাইকুম আমি কাউসার আহমদ রংপুর থেকে কাজ করছি ওয়ার্ডপ্রেস নিয়ে রাসেল ভাইয়া আমার শিক্ষক আস সুন্নাহ ফাউন্ডেশনে ওয়েব ডেভলপমেন্টে ক্লাস করিয়েছিলেন শেখান থেকে ভাইয়া কে চিনি জাজাকাল্লাহ খাইরান ভাইয়া এমন একটি উদ্যোগ নেওয়ার জন্য
আসসালামু আলাইকুম, আমি মাহামুদুল ধানমন্ডি থেকে। Bangladesh IT Community এর একটা মোবাইল অ্যাপ হলে বোধ হয় আরও সুন্দর হবে এই উদ্যোগের উদ্দেশ্যটা। এক্ষেত্রে ফেসবুকের থেকে এখানে সময় দেওয়া যাবে বেশি।