বাংলাদেশের মানুষ লেখক বলতে শুধুমাত্র ব্লগ রাইটার বোঝেন আর এসইও রাইটিং বোঝেন। উনারা বোঝেন না একজন লেখক অনেক কিছুই লিখতে পারেন।
Upwork-এ আমি যখন কাজ শুরু করেছিলাম তখন ফ্লোরিডায় বীচ হাউস বিক্রি হতো, এখনো হয়।
সেই বাড়িগুলোর বিক্রির জন্য তিন লাইনের অ্যাডভার্টাইজমেন্ট লেখাটা আমার একটা কাজ ছিল।
যারা নিয়মিত লেখেন তারা ঘোস্ট রাইটার বা বেনামী লেখক শব্দটার সাথে পরিচিত। অর্থাৎ আপনি লিখে দেবেন ঠিকই কিন্তু সেটার কৃতিত্ব দাবি করতে পারবেন না। এই কাজে পয়সা পাতি আছে কিন্তু।
অনেকে পিএইচডি থিসিস লেখার জন্য লোক হায়ার করেন। তাদের কাছে ডেটা থাকে যিনি লিখবেন তিনি সেটাকে সুন্দরভাবে উপস্থাপন করে দেন।
বড় বড় এডভারটাইজমেন্ট ফার্মের বিভিন্ন প্রজেক্টে ৯০ সেকেন্ডের ভিডিওর জন্য স্ক্রিপট লিখতে রাইটারকে প্রয়োজন পড়ে। আপনি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে অনেক এরকম গ্রুপ পাবেন যেখানে স্ক্রিপ্টরাইটার হায়ার করা হয়।
আবার ফেসবুকে এমন অনেক গ্রুপ আছে যেগুলোতে আপনি আপনার লেখা উপন্যাস জমা দিতে পারবেন সেখান থেকে কোন প্রকাশকারী বা প্রকাশনা সংস্থা আপনার সাথে যোগাযোগ করে 10 থেকে 15 হাজার ডলারে আপনার কাছ থেকে সেই উপন্যাস টা কিনে নেবে। অর্থাৎ উপন্যাসের স্বত্ব কিনে নেবে।
অনলাইনে এরকম অনেক ফ্রী ই-বুক প্লাটফর্ম আছে যেখানে আপনার লেখাটা জমা দিলে লোকজন সেটা পড়ে সেটা ভোটাভুটি করতে পারে । সেখানে পজিটিভিটি বেশি হলে সেই উপন্যাসের পরবর্তী কিস্তি আপনার কাছ থেকে টাকা দিয়ে সেই গ্রুপগুলো কিনে নেবেন।
আপনি ২০% থেকে 40% রয়য়ালিটি পেতে পারেন বিক্রির প্রতি চালানে। আপনার লেখা দারুণ হতে হবে - এটাই হলো শর্ত। আপনার উপন্যাসের উপরে সিনেমা বা মিউজিক্যাল তৈরি হইলে সেটার উপরে আপনি এককালীন এবং রয়েলিটি পাবেন।
এছাড়াও আপনি সত্যি সত্যি গান লিখে কোন মিউজিক কোম্পানিকে সেটা দিয়ে সেখান থেকে কয়েক হাজার ডলার কামাতে পারেন। রেকর্ড কোম্পানিগুলো আপনার লেখা পছন্দ করলে আপনাকে তাদের রেসিডেন্ট সং রাইটার হিসেবে রেখে দিতে পারে। সেটা পাঁচ থেকে দশ বছরের একটা কন্টাক্ট হতে পারে।
এর মধ্যে অনেক কিছুই হারাম, এবং অনেক হালাল জিনিসই বলিনি। তবে আজকে কিছু জিনিস চোখে পড়ায় আমার মনে হয় এই বিষয়গুলো নিয়ে কথা হওয়া উচিত।
সোশ্যাল মিডিয়া এমন অনেক গ্রুপ আছে যেখানে এন্টি লেভেল এর কাজ ৭০ ডলার এ বিক্রি হয়। অর্থাৎ এক হাজার ওয়ার্ড সত্তর ডলার এ বিক্রি হয়।
আমরা শুধু জায়গাটা চিনিনা, মানে কোথায় নক করতে হবে সেটা চিনি না। তাই ২০-২৫ ডলারে লিখে যাই।
একজন লেখক কিন্তু লেখকই। তিনি শুধুমাত্র ই-বুক লেখক নন বা আর্টিকেল লেখক নন কিংবা বাণিজ্যিকভাবে ১০ ডলার দিয়ে লেখা লেখক নন।
আপনারা সবদিকে পারদর্শী নাই হইতে পারেন। কিন্তু লেখালেখি করলে কি হয় আর কি কি সম্ভব এটা নিয়ে সবার ধারণা থাকা উচিত। এসইও তে আর্টিকেলে প্রয়োজন হয় বলে শুধু আর্টিকেল লিখলাম, আমার ক্রিয়েটিভিটি নিয়ে আর কি করতে পারি সেটা চিন্তা করলাম না, তাহলে আমি নিজেকে সংকুচিত করে রাখছি।