একের অধিক কম্পিউটার একই কিবোর্ড মাউস দিয়ে ম্যানেজ করা

আমরা যারা একাধিক মনিটরে কাজ করি, তাদের মেশিন একটাই থাকে। তাই কিবোর্ড এবং মাউসও এক সেট। কাজ করতে অসুবিধা হয় না। কিন্তু যদি একাধিক কম্পিউটারে কাজ করতে হয়, তখন একাধিক মাউস কিবোর্ড লাগে। ডিফল্ট ভাবে এক সেট মাউস কিবোর্ড দিয়ে কাজ করা যায় না। অ্যাপল ডিভাইস গুলোতে যদিও ডিফল্ট ভাবে একাধিক মেশিনে কাজ করা যায়। উইন্ডোজ বা লিনাক্সে কাস্টোমাইজ করে নিতে হয়।

আমার প্রাইমারি ওয়ার্কস্টেশন হচ্ছে ম্যাক। কয়েক দিন থেকে পিসিতে কিছু কাজ করতে হচ্ছে। পিসির জন্য আলাদা মাউস কিবোর্ড ব্যবহার করতে হচ্ছে। পরে হাসান যুবায়ের ভাই একটা সুন্দর অ্যাপ সাজেস্ট করল Synergy নামে। যা দিয়ে একই মাউস এবং কিবোর্ড দিয়ে উইন্ডোজ এবং ম্যাক একই সাথে ম্যানেজ করা যায়।

ডুয়াল মনিটর ব্যবহারের সময় যেভাবে এক পাশে মাউস নিলে অন্য পাশের মনিটরে কাজ করা যায়, ঠিক একই ভাবে অন্য মেশিনে কাজ করা যায়। যে জিনিসটার জন্য অনেকে KVM সুইচ ব্যবহার করে। পরে দেখলাম এটার জন্য একাধিক সলিউশন রয়েছে।

অনেকে লজিটেকের MX সিরিজের মাউস এবং কিবোর্ড সাজেস্ট করল। যার জন্য এক্সট্রা বাজেট লাগবে। Synergy অ্যাপ 29 ডলার। এই ২৯ ডলার দিয়ে যদি এক্সট্রা মাউস কিবোর্ড কেনা থেকে বেঁচে যাই, ভালো না?

Synergy হচ্ছে পেইড অ্যাপ। ওপেনসোর্স বিকল্প হচ্ছে Barrier, Input Leap ইত্যাদি। আরেকটা অ্যাপ বলল Share Mouse। এগুলো সম্পর্কে পরে জেনেছি। তাই আর ঘাটাঘাটি করিনি। কেউ ফ্রি অল্টারেন্টিভ খুঁজলে এগুলো ট্রাই করে দেখতে পারেন।

***আপডেটঃ Share Mouse ব্যবহার করে দেখলাম। এটাতে ড্র্যাগ এবং ড্রপ ফাইল শেয়ারিং আছে। ফ্রিতে ব্যবহার করা যায়। Synergy থেকে ভালো মনে হচ্ছে। ***

গত রাত থেকে এই অ্যাপটা ব্যবহার করছি। সো পার যথেষ্ঠ স্মুথ। কম্পিউটার অফ করে অন করলেও কাজ করে। মানে লগিন স্ক্রিনেও কাজ করে।

যারা ম্যাক ব্যবহার করছে, তারা জানেন উইন্ডোজ এবং ম্যাকে কন্ট্রোল এবং কমান্ড একটু উল্টা পাল্টা। ম্যাকের সাথে সিমিলার কমান্ড ম্যাচ করার জন্য উইন্ডোজে PowerToys অ্যাপ ব্যবহার করে Key Map করে নিয়েছি।

উইন্ডোজের কিবোর্ড গুলোতে ডিলিট কী থাকে। ম্যাকে ব্যাকস্পেস দিয়েই ডিলিটের কাজ হয়। তাই Shift + Backspace বাটন এ ডিলিট কী ম্যাপ করে নিয়েছি।

আবার উইন্ডোজে এবং ম্যাকে মাউস স্ক্রল উল্টা। তার জন্য উইন্ডোজে মাউস সেটিং এর স্ক্রলিং ডিরেকশন পরিবর্তন করে নিয়েছি।

যেহেতু আমি টুকটাক লেখালেখি করি। বিভিন্ন সময় অনেক স্ক্রিনশর্ট নিতে হয়। উইন্ডোজের ডিফল্ট স্ক্রিনশর্ট নেওয়ার জন্য ডেডিকেটেড বাটন থাকে। অ্যাপল কিবোর্ডে ঐ বাটন নেই। অ্যাপলে স্কিনশর্ট নিতে হয় Shift + Command + 4 কী প্রেস করে। উইন্ডোজে LightShot অ্যাপ ডাউনলোড করে হট কী পরিবর্তন করে Shift + Command + 4 করে দিয়েছি। সো পার এই সমস্যারও সুন্দর সমাধান হয়েছে।

5 Likes

মাশাআল্লাহ। চমৎকার একটি সমাধান। ইনশাআল্লাহ সামনের দিনগুলোতে দারুন সব লেখার অপেক্ষায় থাকলাম ভাই।:heart:

2 Likes

ধন্যবাদ ভাই, আজকে একটা ট্রাই মেরে দেখব।

1 Like