কোড শেখার পর ফ্রি প্রজেক্ট আইডিয়া

যখন কোন নতুন ল্যাঙ্গুয়েজ বা ফ্রেমওয়ার্ক শিখেন সেটার বেসিক প্র্যাকটিস করার পর নিশ্চই প্রজেক্ট শুরু করেন। আমিও সেটাই করি। তবে প্রজেক্ট করার আগে আমি বেসিক জিনিসপত্র ভালো করে জেনে নেই যাতে করে প্রজেক্ট করতে সমস্যা না হয়। আবার অনেক সময় দেখা যায় প্রজেক্ট করতে গিয়ে কিছু কিছু জিনিস পারছি না তখন আবার বেসিক জিনিসপত্রে ফেরত আসি।

যাই হোক, প্রজেক্ট করার সময় অনেকেই আইডিয়া খুঁজে পান না, তাদের জন্য ব্যাকেন্ড প্রজেক্ট আইডিয়া নিয়ে এসেছে রোডম্যাপ। আপনি হয়ত জেনে অবাক হবেন রোডম্যাপ হল গিটহাবের সবচাইতে বেশি স্টার পাওয়া প্রজেক্টের মধ্যে সপ্তম। প্রায় তিন লাখ স্টার আছে এই রিপোজিটরির।

এই প্রজেক্টগুলার বিস্তারিত দেওয়া আছে যাতে করে আপনি খুব সহজেই ডেটা প্লান করতে পারেন, ফ্রন্টেন্ডও করতে পারেন। এমনকি প্রজেক্ট করার পর আপনি সেখানে কমিউনিটি প্রজেক্ট হিসেবে সাবমিট করতে পারবেন, অন্যরা কি কি প্রজেক্ট করলো সেটাও দেখতে পারবেন।

দারুণ না?

35 Likes

জ্বি অনেক দারুন! ধন‍্যবাদ দারুন দারুন টিপস দেবার জন‍্য

5 Likes

হা ভাই দারুন। ধন‍্যবাদ এত সুন্দর টিপস এর জন্য ।