মাহফিল — বাংলায় ইউটিউবের বিকল্প!

ইবলিসটিউবের আজেবাজে জিনিসে আটকে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা নষ্ট হবে না। এখানে শুধুই উপকারি ভিডিও পাবেন । ইতিমধ্যেই পাঁচ লাখের বেশি ডাউনলোড হয়েছে। দুআ করুন কাহফ টিম যেন মাহফিলকে একদিন সারা পৃথিবীতে ছড়িয়ে দিতে পারে। ইবলিসটিউবকে হারিয়ে দিতে পারে। প্লে স্টোর বা অ্যাপ স্টোরে গিয়ে mahfil লিখে সার্চ দিন। mahfil.net এ গিয়েও দেখতে পারেন।

যারা ভিডিও তৈরি করেন, আপনাদের কটেন্ট এখানে দিয়ে মাহফিলকে সমৃদ্ধ করুন। আপনার কোনো খরচ নেই। বরং শীঘ্রই মাহফিল আপনাদের হালাল অর্জনের ব্যবস্থা করে দেবে ইন শাʾ আল্লাহ।

Android: https://play.google.com/store/apps/details?id=com.mahfil.app&hl=en
Website: mahfil.net

8 Likes

আমি মাহফিলকে মূলত ইসলামিক কনটেন্ট শেয়ারিং ও কনজিউমিং প্ল্যাটফর্ম হিসাবে জানতাম, এবং নাম থেকেও সেই ধারণাই আসে। তবে ইবলিসটিউবের বিকল্প হিসাবে দাঁড় করাতে হলে, হালালের সিমারেখা বজায় রেখে সাধারণ কনটেন্টেও ফোকাস করতে হবে। প্রচারের ক্ষেত্রেও এ বিষয়গুলোতে জোর দেওয়া হলে, ভালো কনটেন্ট ক্রিয়েটরদের আকৃষ্ট করা সম্ভব হবে ইনশাআল্লাহ। এছাড়া, UI/UX আরও উন্নত করা দরকার বলে মনে করি।

I also used the app. amazing for Islamic content

সুন্দর সাইট। ইন্টারফেসটা আরো ক্লিন হলে ভাল লাগতো। আর ডিফল্ট https রীডাইরেক্ট থাকা দরকার

Become A publisher বাটনটা কাজ করছে না