বাংলাদেশে ওপেনসোর্স কন্ট্রিবিউশন নিয়ে তেমন হাইপ নাই কেনো?

আসসালামু আলাইকুম। সবে মাত্র কিছুদিন হলো ওপেনসোর্স এ রেগুলার কন্ট্রিবিউট করছি। কিন্তু দেখতে খারাপ লাগে বাংলাদেশি কোনো ওপেনসোর্স প্রজেক্ট খুজে পাই না। অথচ ইন্ডিয়ানরা ডকুমেন্টেশন এ কন্ট্রিবিউট করতেই লাখে লাখে ইস্যু ক্রিয়েট করে।
তবে কি বাঙালিরা ওপেনসোর্স কে ওভাবে গুরুত্ব দিচ্ছে না? হেকটোবরফেস্ট চলে যাচ্ছে এটা নিয়েও তেমন কোনো কথাবার্তা কোথাও দেখছি না কেনো?
সিনিয়র ডেভেলপার ভাইদের মতামত আশা করছি।
বাংলাদেশি ওপেনসোর্স প্রজেক্ট থাকলেও তাই প্লিজ কমেন্ট এ দিবেন।

6 Likes

ভাই, আপনারা এত কুইড়া কেন বলেন তো? একটু বিস্তারিত লেখেন। মানে কেন লাগবে আপনার, কি করবেন, লোকজন কেন কমেন্ট করবে ইত্যাদি।

দুঃক্ষিত ভাই। আমি এডিট করে দিচ্ছি। বাই দ্যা ওয়ে কুইড়া অর্থ কি ?

1 Like

হা হা হা ভাই, কুইড়ামি মানে অলসতা করা। দেশে আসলে সবাই ফ্রিল্যান্সিং আর অনলাইনে আয় নিয়ে ব্যস্ত। এই কারনেই হ্যাক্টোবরফেস্টে সেরকম কিছু দেখতে পারছি না।

1 Like

ঠিক ভাইয়া। ভাইয়া এই সমস্যা সমাধানের জন্য কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে বলে মনে করেন?

অনেকে জানেই না হ্যাক্টোবর ফেস্ট কি, কেন করে ইত্যাদি। এটা নিয়ে উৎসাহিত করার জন্য বড় একটা পোস্ট লিখতে পারেন। বিস্তারিত জানার জন্য কোন কোন ওয়েবসাইটে যাবে সেগুলা লিস্ট করে দিতে পারেন সেই পোস্টে। যেমন আমি ডিজিটাল ওশান ফলো করি।

3 Likes

ধন্যবাদ ভাই আইডিয়া দেওয়ার জন্য। দেখি আমি বিস্তারিত লেখি তাহলে।

অফটপিকঃ এডিট হিস্ট্রি দেখার কোন উপায় নেই? @rasel ভাই

We should talk more about open source contributions especially in every tech meetup, rather than fighting over Js vs Php or celebrity compliments.

1 Like

আশা করি আপনি এইখানে প্রচুর কন্ট্রিবিউট করবেন ভাই।

2 Likes

ইনশাল্লাহ ভাই আমি যতটুকু জানি তা দিয়ে যা করা যায় চেষ্টা করবো। ধন্যবাদ । অনেক সুন্দর একটি প্রজেক্ট।

1 Like