আমি কিভাবে ওয়েবসাইট এর ইনফরমেশন আর্কিটেকচার তৈরি করি

প্রথমেই বলে ডিতে চাই আমি খুবই নতুন ব্লগ রাইটার। আমরা অনেকেই ইনফরমেশন আর্কিটেকচার এর ব্যাপারে শুনেছি। তবে নতুন UX UI ডিজাইনাররা এই টার্ম এর সম্পর্কে খুব বেশি ফিমিলিয়ার না। আজকের ব্লগে আমরা ইনফরমেশন আর্কিটেকচার এর ব্যাপারে বিস্তারিত জানার চেষ্টা করব এবং একটি ইনফরমেশন আর্কিটেকচার তৈরি করার চেষ্টা করব।

ইনফরমেশন আর্কিটেকচার তৈরি করার জন্য শব থেকে জরুরি উইজার পারসনা তৈরি করা। সেই ব্যাপারে আমরা অন্য আরেকটি ব্লগে কথা বলব। আমরা ওয়েবসাইট এর উক্স ডিফাইন করার জন্য উইজার ফ্লও তৈরি করি তবে আমার মনে হয় আমরা যদি আরও এক লেভেল গভীরে গিয়ে প্রতিটা সেকশন এর জন্য ইউজার জার্নি সেকশন ওয়াইজ তৈরি করি তাহলে সব থেকে বেশি ভালো ইউজার এক্সপেরিএন্স রেডি করা সম্ভব।

এখানে একটা এক্সাম্পল দিলে ভালো হয়:

লেটস সে, আমরা কোন ওয়েবসাইট এর জন্য ৫ টা মেজর ইউজার পেয়েছি। তারা সবাই তো একই সেকশনে ইন্টারেস্টেড হবে না বা তাদের জন্য ইউজফুল হবে নাঃ

উক্ত লিস্টে আমরা ওয়েবসাইট এর ইউজার লিস্টিং করলাম তাদের নিড অনুসারে আমরা একটা ইউজার ফ্লও তৈরি করবোঃ

এর পর আমরা প্রতিটা ইউজার এর নিড অনুসারে সেকশন লিস্টিং করবো:





বিশ্লেষণ: End Customer যেহেতু শুধু প্রডাক্ট কিনতে আগ্রহী তাই সে শুধু মাত্র প্রডাক্ট পেজের সেকশনে ইন্টারেস্টেড হবে। আবার Carbon Credit Buyer শুধু কোম্পানি এর পূর্বের ইমপ্যাক্ট সম্পর্কে আগ্রহী থাকবে এবং প্রোডাক্ট গুলার ব্যাপারে জানতে চাইবে। একই ভাবে প্রত্যেকটা ইউজার সব পেজের সব সেকশনে ইন্টারেস্টেড থাকবে না শুধু তার প্রব্লেম শলভ করে এমন সেকশনে ইন্টারেস্টেড থাকবে। তাই ওয়েবসাইট টি এমন ভাবে সেকসন সিলেক্ট করতে হবে জেনো সব ইউজারের নিড ফুলফিল হয়। আমরা সব ইউজার কোন সেকশনে ইন্টারেস্টেড থাকবে তা লিস্টিং করার পর একটা পূর্ণ ইনফরমেশন আর্কিটেকচার তৈরি করতে পারবোঃ


এর পরবর্তী স্টেপ হল Wireframe তৈরি করা। পরবর্তী কোন ব্লগে আমরা User Persona & Wireframe সম্পর্কে জানার চেষ্টা করবো।

4 Likes