আমার মনে হয় মেয়েদের জন্য রিমোট জব অথবা ফ্রিলান্সিং সবথেকে নিরাপদ একটি ক্যারিয়ার প্লান। কেননা যেসব মেয়েদের বাইরে কোথাও যেয়ে চাকরি করার সুযোগ নেই বা বিভিন্ন কারনে সম্ভব না, তারা চাইলে ঘরে বসেই খুব সুন্দর ভাবে কাজ করতে পারে।
বাংলাদেশের প্রেক্ষাপটে বাইরে যেয়ে চাকরি করা এখনো মেয়েদের জন্য সেফ না। তারপরে যারা পর্দা করে তাদের জন্য আরো কঠিন। কর্মক্ষেত্রে মেয়েদের বিভিন্ন রকমের হ্যারেজমেন্টের কথা আমরা প্রায়ই শুনি। এইসব দিকে চিন্তা করলে মেয়েদের জন্য রিমোট জব অথবা ফ্রিলান্সিং খুবই নিরাপদ পেশা। নিজের ইচ্ছা মতো যেকোনো কাজে দক্ষ হয়ে ঘরে বসেই ইনকাম করতে পারে।
বিশেষ করে বিবাহিত একটা মেয়ের ক্ষেত্রে বাইরে অফিসে যেয়ে কাজ করা অনেক চ্যালেঞ্জিং। কিন্তু বাসায় ভালো মতো সময় ম্যানেজমেন্ট করতে পারলে খুব ভালো ক্যারিয়ার গড়া সম্ভব। যেকোনো অবস্থানে থেকে যেকোনো সময় কাজ করা যায়।
তবে শুনতে যত সহজ মনে হচ্ছে যদিও মোটেও সহজ কাজ না এইটা।
প্রচুর ইচ্ছাশক্তি এবং ধৈর্য থাকতে হবে। অন্যরা হয়তো কোনো কিছু ১ দিনে বা ৫ দিনে শিখতেছে, সেই একই বিষয় শিখতে আমার ১০দিন লাগতে পারে। তাই বলে হাল ছেড়ে দেয়া যাবে না। এই লেগে থাকাটাই সব থেকে বড় চ্যালেঞ্জ মনে হয় আমার কাছে।
লেগে থাকলে ইনশা-আল্লাহ সফলতা আসবেই।