পিএইচপি/ লারাভেল নাকি পাইথন /জ্যাঙ্গো

আসসালামু আলাইকুম। একটা বিষয়ে আপনাদের সবার মতামত আশা করছি।

আমি অলরেডি অনেকদিন যাবত মার্কেটপ্লেস এ ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করি এবং রেগুলারলি মোটামুটি ভালোই ইনকাম হয়। পাশাপাশি উইক্স, স্কোয়ারস্পেস নিয়েও অল্প কাজ করেছি, কিন্তু আমি প্রধানত কাজ করি ওয়ার্ডপ্রেস নিয়েই, এবং এইটা নিয়ে কাজ করার কারনে ওয়ার্ডপ্রেস আমার কমফোর্ট জোন। এইচটিএমএল, সিএসএস খুব ভালভাবে জানি, জাভাস্ক্রিপ্ট, পিএইচপি বেসিক জানি, এবং চ্যাঁটজিপিটি এর হেল্প নিয়ে ওয়ার্ডপ্রেস এ অনেক কিছুই কাস্টম ফিচার বানিয়ে ফেলতে পারি।

আগে থেকে সবকিছু বলে নেওয়ার কারন হলো আপনারা যেন বিষয়টা ভালভাবে বুঝতে পারেন।

তো আমি মেইনলি নতুন একতা ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট কোর্স এ এডমিশন নিবো।

অপশন ১ঃ Web Dev With Python Django React
অপশন ২ঃ PHP Laravel Vue js

পাইথন এর কথা ভাবছিলাম যেহেতু সামনে এআই ফিউচার রাজত্ব করবে যদি কোন বেনিফিট পাই + ওয়ার্ডপ্রেস এ ইদানীং গ্যাঞ্জাম লাগতেছে, সামহাউ ফল করলে পাইথন সেফ অপশন

আবার পিএইচপি এর কথা ভাবছি কারন, যেহেতু আমি অলরেডি ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করি, সো পিএইচপি লারাভেল এ গেলে এইদিকে ওয়ার্ডপ্রেস এও বেশি বেনিফিট পাবো?

সবকিছু বিবেচনা করে আমার কোনটা তে এডমিশন নেওয়া ঠিক হবে?

NB: Rasel vai please boka diyen na, onek voy niye question ta korechi.

3 Likes

আপনার জন্য PHP, Laravel, Vue টাই ভালো হবে, আর আপনি চাইলে PHP দিয়ে AI ইন্ট্রেগ্রেশন করতে পারবেন Web এর জন্য ঠিক ঠাক আছে, Python টাও ভাল কিন্তু Python দিয়ে আরো অনেক কিছু করার জন্য সেটা ঠিক আছে ধরুন ভবিষ্যতে আপনি যদি Big Data, AI/ML, Data science এগুলা নিয়ে কাজ করতে চান তাহলে Python ঠিক আছে, তবে যদি চান শুরু ওয়েবসাইট ডেভেলপমেন্ট এই থাকবেন তবে আরো আপগ্রেড হবেন আপনার জন্য লারাভেল বেস্ট কেননা আপনি আগে থেকে php জানেন wordpress জানেন।

2 Likes

আপনি যেহেতু PHP জানেন এবং রেগুলারলি ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করেন, আমি মনে করি PHP Laravel শেখা আপনার জন্য ভাল হবে। Laravel আপনাকে PHP স্কিলগুলোর ওপর আরো better knowledge দিতে পারবে এবং ওয়ার্ডপ্রেসের সাথে আপনার কাজের অভিজ্ঞতা কাজে লাগিয়ে আরও বেশি বেনিফিট পাবেন।

যদি PHP থেকে Python/Django শেখার কথা ভাবেন, তাতে কোন ক্ষতি নেই। তবে Python/Django একটি বিশাল জার্নি, এবং এতে নতুন অনেক কিছু শেখার প্রয়োজন হবে, যা বেশ সময়সাপেক্ষ হতে পারে। Python এবং Django-তে অনেক নতুন বিষয় আসবে যা আপনাকে সময় নিয়ে শিখতে হবে। অন্যদিকে, PHP Laravel শেখা তুলনামূলকভাবে সহজ হবে যেহেতু আপনি ইতিমধ্যেই PHP জানেন এবং ওয়ার্ডপ্রেসে কাজ করেন।

Python/Django দিয়ে যা কিছু করা যায়, PHP/Laravel দিয়েও করা সম্ভব, কিছু ক্ষেত্রে একটু পার্থক্য থাকতে পারে, তবে মূল কাঠামোতে খুব একটা তফাৎ নেই। যেহেতু আপনার মূল ফোকাস এখন ওয়ার্ডপ্রেস ও PHP, তাই Laravel শেখা বুদ্ধিমানের কাজ হবে, এবং ভবিষ্যতে যদি সময় ও ইচ্ছা থাকে, তখন Python/Django শিখতে পারেন।

2 Likes

হ্যা, পিএইচপি লারাভেলে গেলে দ্রুত ফলাফল পাবো যেহেতু আগে থেকেই কিছু কিছু জানি। তবে লং টার্ম এআই রিস্ক বিবেচনা করে পাইথন ভেবেছিলাম। ধন্যবাদ আপনার মতামতের জন্য।

রাইট, পিএইচপি লারাভেলে গেলে দ্রুত ফলাফল পাবো যেহেতু আগে থেকেই কিছু কিছু জানি + এইটা থেকে তারাতারি ভালো পজিশন, অ্যান্ড মার্কেটপ্লেস থেকেও ভালো আউটপুট পাবো বলেই বিশ্বাস। তবে লং টার্ম এআই রিস্ক বিবেচনা করে পাইথন ভেবেছিলাম। আমি এভাবে ভেবেছিলাম যে পাইথন জ্যাঙ্গো শেষ করে লারাভেল এ আসবো। তবে ধন্যবাদ আপনার মতামতের জন্য।

@ai_bot তোমার মতামত কি?

3 Likes

Certainly! I’ll analyze the situation and provide my perspective based on the information given. First, let’s search for any relevant discussions on this topic in our forum.

শাকিব ভাই, আপনার প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ এবং আপনি যে দুটি পথের মধ্যে দ্বিধায় আছেন তা বুঝতে পেরেছি। আমি আপনার পরিস্থিতি বিশ্লেষণ করে কিছু পরামর্শ দিতে চেষ্টা করব।

১. বর্তমান দক্ষতা:

  • আপনি ইতিমধ্যে WordPress, HTML, CSS এ দক্ষ
  • JavaScript এবং PHP এর বেসিক জ্ঞান আছে
  • মার্কেটপ্লেসে WordPress নিয়ে কাজ করে ভালো আয় করছেন

২. আপনার লক্ষ্য:

  • ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট শেখা
  • দীর্ঘমেয়াদী ক্যারিয়ার নিরাপত্তা (AI এর যুগে)

৩. অপশনগুলো:
a) Web Dev with Python Django React
b) PHP Laravel Vue.js

পরামর্শ:

১. শর্ট টার্ম বেনিফিট:
PHP Laravel Vue.js কোর্সটি আপনার জন্য শর্ট টার্মে বেশি উপকারী হবে। কারণ:

  • আপনি ইতিমধ্যে PHP এর বেসিক জানেন, তাই লারাভেল শেখা তুলনামূলকভাবে সহজ হবে
  • WordPress এর সাথে আপনার অভিজ্ঞতা Laravel শেখার ক্ষেত্রে সহায়ক হবে
  • Vue.js শিখে আপনি ফ্রন্ট-এন্ড ডেভেলপমেন্টেও দক্ষতা অর্জন করবেন

২. লং টার্ম প্রসপেক্ট:
Python Django React কোর্সটি দীর্ঘমেয়াদে বেশি সুযোগ তৈরি করতে পারে। কারণ:

  • Python AI/ML ক্ষেত্রে বেশি ব্যবহৃত হয়
  • Django একটি শক্তিশালী ফ্রেমওয়ার্ক যা বড় প্রজেক্টে ব্যবহৃত হয়
  • React ফ্রন্ট-এন্ড ডেভেলপমেন্টে খুবই জনপ্রিয়

৩. সুপারিশ:
আপনার বর্তমান অবস্থা বিবেচনা করে, আমি PHP Laravel Vue.js কোর্সটি করার পরামর্শ দিব। কারণ:

  • এটি আপনার বর্তমান দক্ষতার সাথে সামঞ্জস্যপূর্ণ
  • দ্রুত ফলাফল পাওয়া যাবে এবং মার্কেটপ্লেসে নতুন সুযোগ সৃষ্টি হবে
  • WordPress ডেভেলপমেন্টে আরও উন্নত দক্ষতা অর্জন করতে পারবেন

৪. ভবিষ্যৎ পরিকল্পনা:

  • Laravel শেখার পর, আপনি ধীরে ধীরে Python এবং Django শেখা শুরু করতে পারেন
  • এভাবে আপনি দুটি প্ল্যাটফর্মেই দক্ষতা অর্জন করবেন, যা আপনাকে আরও বেশি কর্মক্ষেত্রে সুযোগ দেবে

৫. AI ইন্টিগ্রেশন:

  • মনে রাখবেন, PHP দিয়েও AI ইন্টিগ্রেশন করা সম্ভব। Laravel-এ AI টুলস ব্যবহার করে আপনি AI-powered ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করতে পারবেন।

সর্বশেষে, আপনার সিদ্ধান্তটি আপনার উপর নির্ভর করবে। তবে আপনার বর্তমান দক্ষতা এবং অভিজ্ঞতা বিবেচনা করে PHP Laravel Vue.js কোর্সটি করলে আপনি দ্রুত উন্নতি করতে পারবেন এবং নতুন সুযোগ পাবেন। পরবর্তীতে Python/Django শেখার জন্য সময় এবং সুযোগ থাকবে।

12 Likes

@ShakibOnFly ভাই, এআই ও আপনাকে পিএইচপির কথা বলছে। আমি বললে তো বিশ্বাস করতেন না। এখন ওর কথা শুনবেন নাকি শুনবেন না, সেটা আপনার বিবেচনা। এআই এর কথা না শুনলে ও কিন্তু আপনার ভবিষ্যৎ চাকরি খেয়ে দিতে পারে।

11 Likes

ধন্যবাদ ভাই, আমার লারাভেল এনরোলমেন্ট কনফার্মড।

আমি ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করি নিজের স্কিল বাড়ানোর জন্য পিএইচপি লারাভেল শিখতে চাই কিন্তু কোথায় থেকে শিখলে বেস্ট হবে কেউ সাজেস্ট করেন :mending_heart::mending_heart: