আমরা ফ্রন্টেন্ড শেখার জন্য বিভিন্ন প্রজেক্ট করি। ফ্রন্টেন্ড প্রজেক্ট করার জন্য এপিআই এর প্রয়োজন হতে পারে। আজ আমি আপনাদের সাথে একটা সাইট শেয়ার করবো আপনি যেখানে থেকে ফ্রি তে ৩২৫+ এপিআই সার্ভিস পাবেন যেটা দিয়ে দারুণ দারুণ সব প্রজেক্ট করতে পারবেন।
এই সাইটটার সুবিধা হল তারা প্রতি ঘন্টায় এপিআইগুলা টেস্ট করে এবং সেই রেজাল্ট অনুযায়ী এপিআই গুলার হেলথ চেক করে আপডেট করে। সুতরাং আপনি ফ্রিতে এক সুন্দর রিলায়েবল সেবা পাচ্ছেন। এমনকি প্রতিটা আপিআই এর পেজে ডকুমেন্টেশনসহ নানা ধরনের তথ্যও পেয়ে যাবেন।
হ্যাপি ডেভেলপিং।