বর্তমানে নতুনদের জন্য ওয়ার্ডপ্রেস শেখা কতটা ইফেক্টিভ হবে? কাজ পাওয়া যায় তো গেলেও কতদিন এমনটা চলবে?
দক্ষ মানুষের কদর সবসময় আছে ভাই । ইন্টারনেটে ৪৩%+ ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস দিয়ে করা। তাই ভালোভাবে কাজ শিখে দক্ষ হলে কাজের অভাব হবে না যদি আপনার রিজিক থাকে। আপনার পরিশ্রম আপনাকে কখনো ঠকাবেনা এইটা শুধু মনে রাখবেন। ধন্যবাদ।
মানুষ বাঁচে কয় বছর? আমাদের দেশে ৬০ বছর। Fahim ভাইকে দেখে মনে হচ্ছে আপনার বয়স মুটামুটি ২২ বা তার কাছেই, তার মানে আপনি গড় আয়ু ধরলে আরও ৩০ প্লাস আছেন এই দুনিয়াতে। WordPress আর সাইট আছে ৪৩%, এখন WordPress যদি শেষ হয়ে যায়, সেটা হতেও মিনিমাম ৫০ বছর এর মতো লাগবে, তাহলে আপনার ফিউচার নিয়ে নাহ ভাবাই ভালো ভাই, তাই কাজ শুরু করে দেন। আমি যখন শুরু করেছিলাম, তখন আমাকে এক ভাই এভাবেই বলেছিল, আমিও আপনাকে বললাম
কাজ শুরু করুন, ভাল ভাবে কাজ জানা থাকলে কাজের অভাব হবেনা। আর ওয়ার্ডপ্রেসে ভবিষ্যৎ খারাপ না, আমি মনে করি ৫০% বেশি মানুষ এখনো শুরুর দিকে ওয়েবসাইট ওয়ার্ডপ্রেসের মাধ্যামে ডেভেলপমেন্ট করে থাকে পরে যেয়ে ব্যবসা বা ডেভেলপমেন্ট অন্য ভাবে প্রয়োজন অনুযায়ী করে থাকে।
knowledge never waste brother.just learn and master on it if you have interest on it.