আমাদের দেশ থেকে যারা অমুসলিম দেশে যায় তারা কিভাবে নিজেদেরকে সুদ থেক বেচে থাকে?
আমি যত দূর জেনেছিঃ বাইরে নগদ টাকায় গাড়ি, বাড়ি নাকি কেনা যায়ই না সবাই কিস্তিতে কেনে।
আমাদের দেশ থেকে যারা অমুসলিম দেশে যায় তারা কিভাবে নিজেদেরকে সুদ থেক বেচে থাকে?
আমি যত দূর জেনেছিঃ বাইরে নগদ টাকায় গাড়ি, বাড়ি নাকি কেনা যায়ই না সবাই কিস্তিতে কেনে।
নগদ টাকায় কেনা যায় না এ বিষয়টি আপনার ভুল জানা হয়ে থাকতে। হয়তো যাদের সামর্থ্য নেই তারা কিস্তিতে যেতে পারে এবং সুদের আওতায় আসতে পারে। তবে সবচাইতে বড় কথা সুদ থেকে বেঁচে থাকতে চায় কয়জন? এখন কেউ যদি নিজে ইচ্ছা করে সুদের কাছে যায় তাহলে অমুসলিম দেশই কি আর মুসলিম দেশই কি।
কে বললো কেনা যায় না? তুর্কি তে তো নগদ টাকাতেই কিনি।
কানাডা থেকে দেশে এসেছে এমন কয়েকজন বলেছেঃ সুদ থেকে বাচতে চাইলে কানাডা তার জন্য না।
এর পর আমার প্রশ্ন জাগে তাহলে যারা প্রাক্টিসিং মুসলিম তারা জীবন বাড়ি কেনে কিভাবে? তারা কি অনেক দিন ধরে জমিয়ে তারপর এক একটা কাজ করে?
আমি এখনো পর্যন্ত সুদ থেকে যথা সমভব দূরে থাকার আপ্রান চেষ্টায় আছি। ভবিষ্যতে কি হবে আল্লাহ্ ভালো জানেন
কানাডা ইউএস এর কথা বুঝিয়েছি।
আপনি তুর্কিতে যাওয়ার ব্যাপারে বিস্তারিত পোস্ট করতে চেয়েছিলেন। আমি তুর্কির ব্যাপারে জানতে খুব আগ্রহী
গাড়ি অবশ্যই নগদ টাকায় কেনা যায় - পৃথিবীর প্রায় সব দেশেই।
বাড়ির ক্ষেত্রে সমস্যা হল তেমন কেও অত টাকা জমাতে পারে না। তাই কিস্তিতে কিনতে হয়। সেক্ষেত্রেও ইসলামিক মর্টগেজ আছে অনেক দেশে (ইউকেতে আছে)। আর যদি না থাকে, তাহলে বাড়ি কিনবে না। কিনতেই হবে এমন কোন বাধ্যবাধকতা তো নেই।
আপনার তথ্যের জন্য জাঝাকুমুল্লাহু খয়রান।
ভাই আপনার এই প্রশ্নের জবাবে বলবো, সুদ থেকে বাচার চেষ্টা করলে নিয়ত সৎ থাকলে যেকোন আশায় আল্লাহ পুরন করেন। তবে কিছুটা সময় সাপেক্ষ। গত ২ বছর আগে আমার পকেট শূণ্য! ছিলো, এদিকে আমার থাকার মত এক টুকরো জায়গা ছিলো না। বাড়ির সবাই বলছিলো, ব্যাংক থেকে লোন নিয়ে জায়গা কিনতে। আমি বলেছিলাম, লোন নিয়ে কোন কিছু করবো না। আমি লোন ছাড়াই জমি কিনবো! ইনশাআল্লাহ । আল্লাহর সাহায্যে আমি অল্প কিছু টাকা বাইনা করে জমি নিয়ে ফেললাম। অকল্পনীয় কয়েকটি সোর্স থেকে ভালো পরিমান কাজ পাওয়া শুরু করলাম ২ বছর না হতেই আমার জমির টাকা ফিলাপ হয়ে গেলো। এখন আলহামদুলিল্লাহ। দলিল, খারিজ সব কিছু কম্পিলিট।
আমি দেশের কথা বলিনাই। যাহোক জাঝাকুমুল্লাহ
আমি দেশে ৬ বছরের ক্যারিয়ারে এখনো ব্যাংকে টাকা রাখি না বা রাখলে এমন ভাবে রাখি যেন সুদ না হয়। বাইরে যাবার চেষ্টায় আছি এর জন্য প্রশ্ন করেছি