আমি প্রগ্রামিং ল্যাঙ্গুয়েজ কিছুই জানিনা। আমি এবং আমার ক্লাশ ৭ পড়ুয়া মেয়ে একসাথে পাইথন শিখতে চাচ্ছি। বাংলা বই এবং ইউটিউব (বাংলা/ ইংরেজি) চ্যানেল সাজেস্ট করুন।
খুবই ভালো উদ্যোগ। আমার কাছে যেটা যেটা ভালো লেগেছে আমি সেটাই বলছি। অনেকে আছে অনেক বেশি ভূমিকা দিয়ে তারপর শুরু করে, এমন ভিডিও বা বই আমার ভালো লাগে না।
বাংলা বইঃ সহজ ভাষায় পাইথন মাকসুদুর রহমান মাটিন
আপনি রকমারিতেও পাবেন
YouTube:
আমি সাজেস্ট করবো, প্রথমে কোনো ভিডিও না দেখে W3Schools থেকে পাইথন শেখা শুরু করা। এখানে বেসিক বিষয়গুলো (যেমন: variables, loops, conditions) ধাপে ধাপে সহজভাবে শেখানো হয়েছে, যা নতুনদের জন্য পারফেক্ট। প্রতিটি কনসেপ্ট পড়ার পর কোড প্র্যাকটিস করুন এবং একই কোড বারবার করে দেখে তারপর ধীরে ধীরে পরিবর্তন করে দেখুন কীভাবে আউটপুট পরিবর্তিত হয়। প্রতিদিন ১-২ ঘণ্টা সময় দিয়ে ধারাবাহিকভাবে প্র্যাকটিস করলে শেখার গতি বাড়বে। প্রতিটি টপিক যেমন loops, functions ইত্যাদি বাদ না দিয়ে সবকিছু নিয়মিতভাবে শিখুন এবং প্র্যাকটিসের মাধ্যমে বেসিক মজবুত করুন।
@ishtazad ভাই আমার কাছে থাকা পাইথন এর বই গুলোর ছবি দিলাম।
Anisul Islam: https://youtube.com/playlist?list=PLgH5QX0i9K3rz5XqMsTk41_j15_6682BN&si=kPFVRZjJWMDbTuYv
হুকুশ পাকুশের প্রোগ্রামিং শিক্ষা: https://hukush-pakush.com/
Python: https://python.howtocode.dev/