ওয়ার্ডফেন্স ফ্রি ভার্সন ইন্সটল করতে পারছি না!

আমার ক্লায়েন্টের মোট ৬০+ ওয়েবসাইটে ওয়ার্ডফেন্স ফ্রি ভার্সন ইন্সটল করতে হবে। মোটামুটি ৫৫+ সাইটে ওয়ার্ডফেন্স ফ্রি ভার্সন দিয়ে সাইট কনফিগার করেছি। বাট ৬/৭ টা সাইটে ওয়ার্ডফেন্স ইন্সটল হচ্ছে। ইরোর দেখায় বার বার? আমি প্লাগিন ডিলিট করে নতুন করে আবার ইন্সটল করেছি। একাধিক ওয়ার্ডফেন্স একাউন্ট থেকেও ট্রাই করেছি। বাট হচ্ছে না। এ অবস্থায় আমি আর কি কি করতে পারি?

সবগুলো লগ অন করে দেখুন সমস্যাটা কোথায়।

Nurullah ভাই যেভাবে বলেছেন ঐভাবে ডিবাগ অন করে আবার চেষ্টা করুন এবং যে এরর আসে তার একটা স্ক্রিনশট দিন তাহলে বোঝা যাবে কেন হচ্ছেনা।

ভাই, যে সমস্যায় পরেছেন, ওইটা ভিডিও/ছবি শেয়ার করলে যারা অভিজ্ঞ লোক আছেন তারা খুব সহজেই সমাধান দিতে পারবে, ইন-শা-আল্লাহ। পরবর্তীতে মাথায় রাখবেন বিষয়টি।

ভাই এগুলা করে দেখেছি , বাট হচ্ছে না । Loom Message - 11 October 2024 | Loom এই ভিডিওতে একটু দেখুন প্লিজ

ভিডিও করে দিলাম , দেখুন কোন সমাধান করা যায় কিনা । ভিডিও লিংক- Loom Message - 11 October 2024 | Loom

সমস্যাটি ভিডিও করে দিলাম , দেখুন কেউ হেল্প করতে পারেন কিনা - Loom Message - 11 October 2024 | Loom

অনুগ্রহ করে নিচের লিংক দেখেন একটু -

An error occurred while installing your license key.

Troubleshooting Wordfence

চেষ্টা করলাম হচ্ছে না ভাই

একসাথে এতগুলা লাইসেন্স ইনস্টল করা উচিত না। আপনি রেয়ার লিমিটে পড়েছেন। যদি দরকার হয়ও, ডিফারেন্ট নেওয়ার্ক ও ডিফারেন্ট লোকেশন থেকে ট্রায় করা উচিত। ভিপিএন ব্যবহার করে দেখতে পারেন হয় কিনা। ওয়ার্ডফেন্স আপনার সাইট ইউআরএল ব্লক করে থাকতে পারে। তাদের সাথে যোগাযোগ করুন।

ঠিক আছে ভাই ধন্যবাদ । দেখি চেষ্টা করে।

আপনি সম্ভবত একটি একাউন্টের পরিবর্তে ১ টি ওয়েবসাইটের লিমিট ক্রস করেছেন। এই জন্য হচ্ছে না। চেষ্টা করুন অন্য ইমেইল দিয়ে একাউন্ট করে আবার একটিভ করতে।

অন্য মেইল দিয়েও ট্রাই করেছি ভাই