রিমোট জবের খারাপ দিক

রিমোট জবের ভালো দিক নিয়ে অনেক বলেছি। বাংলাদেশের প্রেক্ষাপটে একটু খারাপটা নিয়েও বলি। ভালো খারাপ দুইটাই জানা দরকার। আমি এই পরিমাণ হাড়ভাঙ্গা রিমোট, লোকাল, হাইব্রিড, ফ্রিল্যান্সিং সহ বেশ কয়েক রকম অভিজ্ঞতা জোগাড় করার পর মনে হচ্ছে কিছু জিনিস আলোচনা করা দরকার।

:fire: দেশের চাকরির যে বাজার, সেখানে আসলেই রিমোট জব ছাড়া মাথায় অনেক কিছুই আসে না। একই সাথে রিমোট জব যতটা সহজ ভাবা হয় ততটা সহজ নয়, এটা লোকাল জব থেকেও বেশি কঠিন, কারণ এখানে প্রতিযোগীতা পুরো বিশ্বের সাথে।

:fire: রিমোট জবের এমনিতে বেনেফিট নাই তেমন একটা, স্যালারি বাদে। যদি স্যালারি আপনার মূল বিষয় হয়, এবং অসুবিধাগুলাকে কোনভাবে পাত্তা না দিয়ে থাকতে পারেন, তাহলে বাইরের রিমোট জব আপনার জন্য।

:fire: আপনার যদি দিন রাত্রিতে কলে জয়েন করার বাধ্যতা আছে এরকম একটা কোম্পানীতে চাকরি হয়, তাহলে ধরেন লাইফ ব্যালেন্স বলতে যা থাকবে, সেইটাকে গুডবাই জানাতে পারেন। আপনার কার কি হইলো না হইলো এইসব দেখার সময় তাদের নাই, সময়মত কাজ করে দেয়াটাই আসল ব্যাপার।

:fire: সরকারী বেসরকারী ছুটি? আহা! এখানে দেখবেন নতুন নাম আছে আনলিমিটেড পেইড টাইম অফ, বা ইত্যাদি বিভিন্ন ব্যাপার। কিন্তু ছুটি নিতে গেলে দেখবেন বিভিন্ন সমস্যা তৈরি হওয়া শুরু হইসে। এমনও হইতে পারে বিয়ের দিন বা আগের দিন কাজ করতে হইতেসে, সার্ভার ডাউন ইমার্জেন্সি ফিক্স লাগবে।

:fire: বাসায় যদি নিজের কাজের রুম আলাদা না করতে পারেন, তাহলে ধরে নিবেন আপনার লাইফস্টাইলের বারোটা বেজে গেছে। সবার ফ্যামিলি এত আন্ডারস্ট্যান্ডিং হয় না। বেশিরভাগের ফ্যামিলি ছোট থেকে বাবাকে সকালে বাইরে বের হয়ে রাতে ফিরতে দেখেছে, হুট করে যখন সারাক্ষণ চোখের সামনে পাবে, তখন ব্রেইনে এই হ্যাবিট কিক করা শুরু হবে।

:fire: বেশিরভাগ রিমোট জব করা পোলাপানদের দেখবেন মাঝে মাঝে কফি শপে যায়, আড্ডা মারে। বিশ্বাস করেন এই জিনিস আরো বেশি করে করা দরকার, মাঝে মাঝে না। একা একা থাকতে থাকতে মানুষগুলোর সাইকোলোজিকাল এমন একটা চেন্জ হয় যে অনলাইনে চ্যাট করতে করতে সামনাসামনি এসে, বা এমনকি কলে এসেও আর কিছু বলতে পারে না।

:fire: যদি সঠিক বিদ্যুত আর ইন্টারনেট ব্যাকাপ না থাকে, তাহলে আপনার বিশাল সমস্যা। যেভাবেই চিন্তা করেন না কেন, বিদ্যুত আর ইন্টারনেট ছাড়া আসলে আপনার এমনিতেও কোন গতি নাই। মিটিংয়ের মাঝখানে ইন্টারনেট গেল ত কাজের মেজাজটাই চলে যাবে।

:fire: সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো কো-ওয়ার্কারদের সাথে কমিউনিকেশন ও কানেকশন তৈরির বিষয়টা। অফলাইনে এই জিনিসটা করে পাশাপাশি বসে গল্প করার যে মজাটা পাবেন, অনলাইনে এই জিনিস পাবেন না। একই সমস্যা পাবেন টিমের সিনিয়র ভাইদের কাছ থেকে কিছু শিখতে গেলে। কফি খেতে খেতে একটা গুরুত্বপূর্ন আলোচনা করার মজা ও কিছু শিখার মজাটা অনলাইনে একটু কঠিন।

রিমোট জবের আরো অসুবিধা আছে, কিন্তু এগুলাই মেজর। এগুলা ওভারকাম করার জন্য বেশ অনেক রকম আইডিয়া নিয়ে এর আগেও লিখেছি, আমার টাইমলাইনে সার্চ দিলেই পাবেন।

8 Likes

আরো পড়ুন।

1 Like

৫ আগস্ট এর আগে জব যায় যায় অবস্থায় চলে গেছিল ভাই, আল্লাহ রহম করছে।

1 Like