একজন ওয়েব ডেভেলপার কি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে পারে?

প্রথমত, সফটয়্যার ইঞ্জিনিয়ারিং সাধারণত একক ব্যাক্তি দিয়ে হয়না। একটা পুরো টিম কোন একটি সমস্যাকে টার্গেট করে, কোন এপ্রোচে গেলে কম খরচে কিন্তু ভালো পারফরমেন্স বজায় রেখে সমস্যাটি সমাধান করা যাবে তা নির্ধারণ করে। এরপর উক্ত সমস্যা সমাধান করার জন্য তারা কোন একটা স্ট্যান্ডার্ড প্লাটফর্ম তৈরি করেন। এই পুরো প্রসেসটাই মূলত সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং।

আর একজন ডেভেলপার সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের তৈরি প্লাটফর্ম ব্যবহার করে কোন ক্ষুদ্রতর সমস্যা/উদ্দেশ্য টার্গেট করে প্রয়োজনীয় অ্যাপ্লিকেশন তৈরি করেন।

উদাহরণস্বরূপ, একটি ওয়েবসাইট চালাতে হলে ওয়েব সার্ভারের প্রয়োজন হয়, ওয়েব সার্ভার বেসিক্যালি ইউজার রিকুয়েস্ট গ্রহন করা এবং তার উত্তর দেয়ার কাজটি করে। এই রিকুয়েস্ট/রেসপন্স হ্যান্ডেল করার জন্য যে প্লাটফর্ম প্রয়োজন তা সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের তৈরি, আর উক্ত প্লাটফর্ম ব্যাবহার করে কখন, কিভাবে, কি ধরনের রেসপন্স পাঠানো হবে, কোন রিকুয়েস্ট গ্রহন করা হবে আর কোন গুলো বাতিল করা হবে, এই বিষয়গুলি কাস্টমাইজ করা হলো ডেভেলপারের কাজ।

সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ সাধারণত একাডেমিক ডিগ্রীর প্রয়োজন হয়, কেননা এই কাজের জন্য শুধু কোড করতে জানলেই চলে না। কম্পিউটারের প্রত্যেকটি কম্পোনেন্ট কিভাবে কাজ করে এবং তা কিভাবে ম্যানিপুলেট করা যায় এসবের উপর গভীর জ্ঞান থাকা লাগে।

পরিশেষে এক কথায় যদি বলি, যেকোন সফটওয়্যার ইঞ্জিনিয়ার চাইলেই ওয়েব-ডেভেলপার হতে পারবে। কিন্তু একজন সাধারন ওয়েব ডেভেলপার চাইলেই সফটওয়্যার ইঞ্জিনিয়ার হয়ে যেতে পারবেনা, তার জন্য একমাত্র উপায় হলো একদম শূণ্য থেকে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কে লক্ষ্য করে সব শিখে নেয়া।

8 Likes

ধন্যবাদ ভাই, অল্প কথায় এতো সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্য :+1:

1 Like

সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাইয়া।

না জানা অনেক সুন্দর কিছু কথা ছিলো । ধন্যবাদ ভাইজান।

আপনার এই লিখার মাধ্যমে অজানা কিছু জানলাম, ধন্যবাদ।